Topic: বাংলাদেশী নায়ক এর কল কোলকাতা মুভি Natobor Not Out (2010) [mp3]

http://s3.postimage.org/1p8yy1ll0/Natobor_Not.jpg

পশ্চিমবঙ্গের ৫০টি সিনেমা হলে গতকাল মুক্তি পেল  অমিত সেনের 'নটবর নটআউট'। ছবির নামভূমিকায় রাইমা সেনের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের ছেলে মোস্তফা প্রকাশ। এ মুহূর্তে কলকাতায় রয়েছেন প্রকাশ। যাওয়ার আগে কথা বলেছেন দাউদ হোসাইন রনির সঙ্গে
ইদানীং কিছু কমন প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রকাশকে। 'আচ্ছা ভাই, আপনি বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন কবে? আপনার পূর্বপুরুষরা বাংলাদেশের কোন অঞ্চলে থাকতেন?' সামান্য উষ্মা প্রকাশ করে প্রকাশ তখন বলেন, 'আমার চৌদ্দগোষ্ঠীর কেউই দেশের মাটি ছেড়ে বিদেশে স্থায়ী হননি। পরিবারের সবাই সিরাজগঞ্জের কাজীপুরে থাকেন। আমি এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি, নাট্যকলায়। সামনের মার্চে অনার্স ফাইনাল দেব।' প্রশ্নকর্তার তখন ছোট্ট করে 'ওহ্' বলা ছাড়া আর উপায় থাকে না। দ্বিগুণ উৎসাহ নিয়ে তখন দ্বিতীয় প্রশ্নটা করে বসেন কেউ কেউ। 'বাংলাদেশের ছবিতে অভিনয় না করে শুরুতেই আপনি ভারতের ছবিতে অভিনয় করলেন?' অতি-উৎসাহী দু-একজন জানতে চান, প্রকাশের নামের শেষে 'বড়ুয়া' বা 'সাহা' নামক টাইটেল আছে কি না! প্রথম প্রথম এসব প্রশ্নের উত্তর দিতে ভালোই লাগত। এখন লাগে বিরক্ত। তবুও যন্ত্রের মতো বলে যান, 'বাংলাদেশের কেউ আগে আমাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেননি, প্রস্তাব পেলে, পছন্দ হলে অবশ্যই করতাম। আর আমার পুরো নাম মোস্তফা প্রকাশ। আগে-পিছে আর কোনো টাইটেল নেই।'
রাইমা সেনের বিপরীতে কলকাতার ছবিতে অভিনয় করছেন প্রকাশ_দুই বছর আগে পত্রিকায় এমন খবর প্রকাশ হওয়ার পর সহপাঠীদের সবাই কেমন করে যেন তাকাত প্রকাশের দিকে। অনেকে 'খাতির' করার চেষ্টা করত। বিষয়টা প্রকাশের ভালো লাগত। বন্ধুদের কেউ কেউ টিপ্পনি কেটে বলত, শুরুতেই রাইমা সেন, সুচিত্রা সেনের নাতনি! শাবনূর-পপিরা কী দোষ করল? বন্ধুদের এমন আরো অনেক খোঁচা-মারা কথার বিপরীতে প্রকাশ কেবলই মুচকি হাসতেন।
তবে কলকাতার ছবিতে প্রকাশের অফার পাওয়ার পেছনে একটা গল্প আছে। ২০০৭ সালের কথা। বেশ কয়েকটা বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন প্রকাশ। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়েই অমিত সেনের সঙ্গে প্রকাশের পরিচয়। প্রকাশকে ভালো লাগে অমিতের। একদিন বলে বসলেন, 'প্রকাশ, শিগগিরই আমি সিনেমা বানাব। তোকে নিয়ে ভাবছি, আপত্তি নেই তো?' প্রকাশের সত্যিই কোনো আপত্তি ছিল না। বরং দীর্ঘদিন অমিত সেনেরই কোনো খোঁজখবর ছিল না। এক বছর পর হঠাৎ একদিন কলকাতা থেকে অমিতের ফোন, 'ছবি করতে হবে, তাড়াতাড়ি চলে আয়।' ব্যাগ গুছিয়ে এক বুক আশা নিয়ে কলকাতায় রওনা হলেন প্রকাশ। হাজির হলেন প্রাথমিক অডিশনে। টিকেও গেলেন। তবুও চান্স পাওয়াটা নিশ্চিত ছিল না। প্রকাশের ভাষায়, 'কাস্টিংয়ের দায়িত্বে ছিলেন বুম্বাদা [প্রসেনজিৎ]। প্রতিযোগীও অনেক। অমিতদার আশ্বাস পেয়েও বুকের বাঁ পাশটায় ধক ধক করছিল। সবাইকে অবাক করে বুম্বাদা আমাকেই পছন্দ করলেন। আমার খুশি আর ধরে না।'
এক মাস পরই টানা শুটিংয়ে যেতে হবে। অমিত সেন ভাবলেন, প্রকাশকে আরো পাকাপোক্ত করে নেবেন। পাঠালেন রমাপ্রসাদ বণিকের কাছে। সেখানে চলল এক মাস গ্রুমিং। অভিনয়ের এমন অনেক খুঁটিনাটি বিষয় শিখলেন প্রকাশ, যা আগে তাঁকে কেউই শেখায়নি। রমাপ্রসাদ বণিক বেশি গুরুত্ব দিয়েছেন উচ্চারণ আর টোনের ওপর। পশ্চিমবঙ্গের কথা বলার ধরন বাংলাদেশের চেয়ে আলাদা। প্রকাশকে সেই বিশেষ টোনে [প্রকাশের ভাষায় দাদাদের টোন] পারদর্শী করে তুললেন।
এর পরই তো শুটিং। আর শুটিং মানেই রাইমা সেন, তাই না? ভীষণ লজ্জা পেলেন প্রকাশ। মুচকি হেসে বললেন, 'সত্যি বলতে কি, প্রথমদিকে একটু ভয়েই ছিলাম। [ফিসফিসিয়ে] যখন শুনলাম রাইমা বয়সে আমার চেয়েও ছয় বছরের বড়। ঘাবড়ে গিয়েছিলাম বেশ। কিন্তু অন্তরঙ্গ দৃশ্য বিশেষ করে গানের শুটিং করতে গিয়ে দেখলাম, ভীষণ বন্ধুবৎসল ও। শুধু রাইমাই নয়, আমি যে নতুন অভিনেতা ইউনিটের কেউই তা বুঝতে দেয়নি। হাওড়া, টালিগঞ্জ, পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিটসহ কলকাতার বিভিন্ন জায়গায় টানা তিন মাস শুটিং করেছি আমরা।'
নির্মাণের পর ছবিটি মুক্তি দেওয়ার তারিখ পেছাতে থাকল বেশ কয়েকবার। সঙ্গে অবশ্য প্রকাশের ভাগ্যও পেছাতে থাকল। কারণ বলতে গিয়ে প্রকাশ বললেন, 'কলকাতার ছবিতে অভিনয়ের প্রচুর প্রস্তাব আছে আমার কাছে। এ ছবিটার রেজাল্ট না দেখে আমরা [আমি এবং অমিতদা] নতুন কোনো প্রজেক্টে ইনভলব হতে চাচ্ছি না।' বাংলাদেশের ছবিতে অভিনয়ের প্রস্তাব পাননি? 'দুটি ছবিতে প্রস্তাব পেয়েছি। আর নাটকের প্রস্তাব পেয়েছি প্রচুর। একই কারণে কোনো কাজই হাতে নেইনি। তবে গত সপ্তাহে একটা টেলিফিল্মের কাজ করেছি।' টালিগঞ্জে তো এখন দেব আর জিতের রাজত্ব। ওদের সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব? 'আমি আশাবাদী। দেব, জিৎ এমনকি আমাদের ফেরদৌস ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। তাঁরা আমাকে ভালোভাবেই নিয়েছেন। জিৎ তো আমার ছবিতে ৫ মিনিটের ক্যামিও রোলে অভিনয়ও করেছেন।'
'নটবর নটআউট' ছবির প্রধান চরিত্র নটবর। নটবর একজন কবি। মিষ্টুকে [রাইমা সেন] নিয়েই তার যত কবিতা। একসময় একটা বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে যোগ দেয় নটবর। সেখানে উজালার [অনন্যা দত্ত] সঙ্গে তার পরিচয়। জীবনে অনেক পরিবর্তন চলে আসে নটবরের। কিন্তু সে তো কবি হতে চায়।
অল্প কথায় এই হলো ছবির গল্প। আর এই নটবরই হচ্ছেন প্রকাশ। এটা কি কমেডি ছবি? 'হ্যাঁ, কমেডি। তবে কমেডির আড়ালে কিছু বক্তব্যও আছে। কাল কলকাতার প্রিয়া হলে ছবির প্রিমিয়ার হবে। সেখানে রাইমার মা মুনমুন সেন, রাইমা, সোহানা নূর এবং বাংলাদেশ থেকে আফসানা মিমিও থাকবেন বলে শুনেছি। এক সঙ্গে দুই বাংলাদেশির জীবনের প্রথম ছবি কলকাতায় মুক্তি পাচ্ছে, সবার কাছে দোয়া চাইছি। ও হ্যাঁ, অমিতদা কিন্তু বাংলাদেশেরই ছেলে। বরিশালে কেটেছে তাঁর কৈশোর।' 


Natobor Not Out (2010) [128 kbps]


# 01. Aryappa
# 02. Ekdin (Title Track)
# 03. Hey Nuton (Rabindra Sangeet)
# 04. I Have Been Alone
# 05. Megher Palok (Male)
# 06. Megher Palok (Female)
# 07. Megher Palok (Sad)
# 08. Raat – Tania
# 09. Udaan – Rupankar

ডাউনলোড লিংক

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books