Topic: ওবামার ভারত সফরের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক বিক্ষোভ

৬ নভেম্বর (রেডিও তেহরান) : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের বিরুদ্ধে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভারতের মুসলমান জনগোষ্ঠি এবং ভুপাল গ্যাস বিস্ফোরণে নিহতদের আত্মীয় স্বজন মার্কিন বিরোধী বিক্ষোভ করেছেন।
রাজধানী নয়াদিল্লী, লক্ষ্ণৌ ও কোলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে হাজার হাজার মুসলমান মার্কিন বিরোধী বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে 'ওবামা ফিরে যাও', 'মুসলমানদের বিরক্ত করো না', 'আমেরিকার চর ধ্বংস হোক' লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। ভারতের মুসলিম বিক্ষোভকারীরা মার্কিন পতাকা পদদলিত ও অগ্নিসংযোগ করে এবং ওবামার কুশপুত্তলিকা দাহ করে।
এছাড়া মধ্যপ্রদেশের রাজধানী ভুপালে হাজার হাজার মানুষ মার্কিন বিরোধী বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা এক খোলা চিঠিতে বলেছেন, "গত ২৬ বছরে ভুপালে ইউনিয়ন কার্বাইড কারখানার বিষাক্ত গ্যাস নিঃসরণের ফলে ২০ হাজারেরও বেশী নিরীহ মানুষ প্রাণ হারালেও ওবামাসহ কোন মার্কিন প্রেসিডেন্ট এ সম্পর্কে একটি কথাও বলেননি?" নয়াদিল্লীতে নিযুক্ত মার্কিন দূতাবাসের মাধ্যমে ওবামাকে লেখা খোলাচিঠিতে ভুপালের ক্ষতিগ্রস্ত মানুষ আরো বলেছেন, "এ বিষয়টি প্রমাণ করে ওবামা তার পূর্বসূরীদের মতো ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন বা ইউসিসি এবং তার সাবেক চেয়ারম্যান ওয়ারেন এন্ডারসনকে রক্ষা করতে চান।"
এদিকে ভুপালের বিক্ষোভকারীরা আজ বলেছেন, ওবামা ইউসিসিকে ভুপাল দুর্ঘটনার দায় স্বীকার করাতে ব্যর্থ হলেও তিনি এবার ২৫০টি মার্কিন কোম্পানীর প্রধানদের নিয়ে এসেছেন ভারতের বাজার নিয়ন্ত্রণ করতে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভুপাল গ্যাস বিস্ফোরণে নিহতদের ক্ষতিপূরণ কবে পাবেন- সে বিষয়েও প্রশ্ন তোলেন তারা।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইউসিসি'র সাবেক চেয়ারম্যান এন্ডারসনকে বিচারের জন্য ভারতের হাতে তুলে দিতে বারাক ওবামার সফরকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি আহবান জানিয়েছেন।
১৯৮৪ সালের ডিসেম্বর মাসে ভুপালে মার্কিন কোম্পানী ইউসিসি'র কারখানায় বিস্ফোরণের ফলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় হতাহতের ঘটনা কখনোই সরকারীভাবে ঘোষণা করা হয়নি। তবে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে, তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী সময়ে অন্তত ২০ হাজার মানুষ নিহত এবং অপর ৫ লাখ ৭০ হাজার মানুষ আহত ও শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
sutro

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books