Topic: মাউস ছাড়া টাস্কবারের থাম্বনেইলস দেখা
উইন্ডোজ সেভেনে একসঙ্গে একাধিক কাজ করার সময় টাস্কবারের ওপর মাউস রাখলে থাম্বনেইলের মাধ্যমে কাজগুলোর স্ক্রিনশট দেখা যায়। তবে এর জন্য টাস্কবারে মাউস রাখতে হয়। কিন্তু মাউস না থাকলে বা মাউসে কোনো সমস্যা হলেও মাউস ছাড়াই তা দেখে নেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য উইন্ডোজ কি চেপে ধরে T চাপুন। এবার প্রথম টাস্কের থাম্বনেইল দেখা যাবে। পরবর্তী টাস্কের থাম্বনেইলটি দেখতে আবার T চাপুন।
Medical Guideline Books