Topic: রাজশাহী আইসিটি ফেয়ার এ আমার অভিজ্ঞতা

http://www.chobimohol.com/image-FD9C_4CA5A36C.jpg

গতকাল থেকে রাজশাহী তে শুরু হয়েছে রাজশাহী আইসিটি ফেয়ার, ফেয়ার এ মোটামুটি নামী দামী সব কম্পিউটার কোম্পানী গুলো এসেছে, এই কম্পিউটার মেলা তে। আমার সার্জারি পরীক্ষা শেষ করে কাল গিয়েছিলাম মেলা দেখতে, বেশ ভালই মনে হল। কিছু ল্যাপটপ মন কেড়েছে, কিছু শুধু দেখানোর জন্যই।
এইচপি মনে হল স্পন্সর, ১০ টাকা টিকেট কেটে ঢুকে, মনে করলাম, ১০ টাকায় না লস হয়ে যায়।
সেল কম্পিউটার Toshibar একটি ল্যাপটপ এনেছে L655 মডেল এর, এম্নিতেই আগে থেকেই আমার টোসিবার প্রতি একটু দুর্বলতা কাজ করে। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, core i3 ২ জিবি রাম, ৩২০ জিবি HD। ফুল সিজে কীবোর্ড, মেটালিক বডি, এক কোথায় চোখ + মন দুটিই জুড়িয়ে গেল। দাম মেল উপলক্ষে মাত্র ৪৬ হাজার, তাও একটা ওয়ারলেস মাউস ফ্রী।
ল্যাপটপ দেখতে হলে দেখুন এখানে:
http://laptops.toshiba.com/laptops/sate … L655-S5078
এছাড়া ঢুকেই বা হাতে পিক্সেল এর এইচপি 13.3 ইঞ্চ এর কোর 2 ডুও, 320 HD, 2GB ram এর একটা মেটালিক এইচপি পেলাম, সুন্দর জিনিস, তবে মনিটর টা পিচ্চি লাগে!
মজা হল যখন রাত ৮ টা তে ইণ্টেল এর একটা কুইজ প্রতিযোগিতা শুরু হল, আমি জাস্ট দেখার জন্য যেয়ে সামনে দাড়ালাম।
প্রথম প্রশ্ন করল: ইণ্টেল এর সিরিয়াল অনুযায়ী ৫ টি প্রসেসর এর নাম বলেন, ফটাফট বলে দিলাম, সাথে সাথে একটা intel এর গেঞ্জি পেয়ে পেলাম।
গেঞ্জি দেখুন:

http://www.chobimohol.com/image-6196_4CA5A36C.jpg


দারুন খুশি। পরে বলে দিল, একজন একটি প্রশ্নের ই উত্তর দিতে পারবে। দাড়িয়ে থেকে প্রশ্ন শুনছিলাম, আরেকটা peculiar প্রশ্ন করল, বলল ইণ্টেল এর ওয়েবসাইট এ কয়টা সেক্শন আছে? আমি ছাড়া আর কেও পারতো না, বলে দিলাম। যে announce করছিল, "ভাই, আপনি সামনে আসেন, আপনার জন্য ইণ্টেল এর তরফ থেকে বিশেষ একটা গিফট আছে, বলে ইণ্টেল এর একটা ব্যাগ দিলো"
দেখুন:

http://www.chobimohol.com/image-A3A0_4CA5A36C.jpg

যাই হোক রাজশাহীর মত জায়গাতে একটা ল্যাপটপ মেলা আসলেই একটা বিশাল ব্যাপার! আরো খুশি দুটি পুরস্কার নিয়ে আসতে পেরে! ইনশাল্লাহ এ রকম ল্যাপটপ এর মেলা আরও বেশি হওয়া উচিত।
লেখক : তৌফিক হাসান
(রাজশাহী মেডিকাল কলেজ)

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: রাজশাহী আইসিটি ফেয়ার এ আমার অভিজ্ঞতা

তবে তথ্য ব্যবস্থাপনা একদম ই বেরসিক!!! কিছু জিজ্ঞাসা করলেই বলে জানিনা ভাই!



Re: রাজশাহী আইসিটি ফেয়ার এ আমার অভিজ্ঞতা

আরে সব জানলে কী এর মেলায় এসে দাড়ায় থাকতো?  :-#

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।