Topic: ফোরামে নতুন টপিক ট্যাগ অপ্শন যোগ করা হল
বহুত আগে থেকেই চেষ্টা করছিলাম, টপিক ট্যাগ এক্সটেনসন টি চালু করার, কিন্তু এটি চালু করলে ফোরামের RSS ফীড টা নষ্ট হয়ে যাচ্ছিল, কিছুতেই বুঝতে পারছিলাম না, কেন এরকম হচ্ছে? টপিক ট্যাগ এক্সটেনসন টি utf -8 কোডিং দিলেই নষ্ট হচ্ছে, তাই এটি ANSII তে রেখে দিতে হল। অর্থাত্ Topic tags লেখা টি কে "টপিক ট্যাগ" দিতে যেয়েই যত বিপত্তি।
যেভাবে টপিক ট্যাগ দিতে হবে
মনে করুন আপনি একটি টপিক লিখছেন, তার শিরোনাম দিন। শিরোনাম এর পরে এটির মূল বিষয় অর্থাত্ পরবর্তীতে এই টপিক টি খুজে পেতে যে শব্দ বা সবগুলো অন্যরা সার্চ দিতে পারে টা একটার পর একটা কমা দিয়ে লিখুন।
উদাহরণ:
শিরোনাম: ফোরামে নতুন টপিক ট্যাগ অপ্শন যোগ করা হল
Topic tags = টপিক ট্যাগ, ট্যাগ
শিরোনাম: নোকিয়া মোবাইল এর মূল্য তালিকা
Topic tags = নোকিয়া মূল্য, নোকিয়া
:ইয়াহু: হ্যাপি ফোরামিং