Topic: দূর নিয়ন্ত্রিত চার্জার তৈরি করেছে ফুজিতসু

দূর থেকেই মোবাইল ফোনসহ বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র চার্জ করতে সক্ষম চার্জার তৈরি করেছেন ফুজিতসু ল্যাবরেটরির। কোনো তারের সাহায্য ছাড়াই নতুন এ প্রযুক্তির সহায়তায় চার্জ দেওয়া সম্ভব হবে বলে দাবি করছেন এ ল্যাবের গবেষকরা। এ সপ্তাহেই জাপানে কারিগরি সম্মেলন আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন এই প্রযুক্তির বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফুজিতসু। প্রাথমিকভাবে নতুন এ প্রযুক্তি চুম্বকীয় পদ্ধতির সাহায্যে কোনো মাধ্যম ছাড়াই দূর থেকে মোবাইল ফোনসহ বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র চার্জ করবে। বর্তমানে গবেষকরা ১৫ সেন্টিমিটার দূরত্বে থাকা মোবাইল চার্জ করতে সক্ষম হয়েছেন। তাঁরা আশা করছেন ২০১২ সালের মধ্যেই এ প্রযুক্তি সবাই ব্যবহার করতে পারবেন।
সূত্র : ইন্টারনেট



Re: দূর নিয়ন্ত্রিত চার্জার তৈরি করেছে ফুজিতসু

ফুজিতসু সবসময় ই বস! তবে সুত্র ইন্টারনেট এর কোথায়? I don't know আর এটা তো মোবাইল বিষয়ক খবর, মোবাইল টপিক এ দিলে ভাল হতো।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: দূর নিয়ন্ত্রিত চার্জার তৈরি করেছে ফুজিতসু

তবে দূরত্ব বাড়াতে না পারলে লাভ নাই ভাই



Re: দূর নিয়ন্ত্রিত চার্জার তৈরি করেছে ফুজিতসু

:কোলাকুলি:

praying