Topic: Gmail এর পাসওয়ার্ড কিভাবে change করবেন?
1। উপরের ডান কোনার settings এ ক্লিক করুন।
2। সেটিংস এর অ্যাকাউন্ট এণ্ড ইমপোর্ট (Accounts and Import ) সেটিংস এ যান।
3। Change account settings: এ Google Account settings এ ক্লিক করুন
4। এরপর সিকিউরিটি সেটিংস থেকে change password এ ক্লিক করুন।
5। এরপর কারেন্ট পাসওয়ার্ড এ বর্তমান পাসওয়ার্ড দিন এবং নিউ পাসওয়ার্ড এ দুবার নতুন পাসওয়ার্ড টি দিন
6।save দিন
ব্যাস হয়ে গেল। লগ অফ করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখুন হয়েছে কিনা?