Topic: জিমেইলে ফোন সেবা চালু

http://www.chobimohol.com/image-E93E_4C77D780.gif

গুগল এবার ফোন কল সার্ভিস চালু করেছে। গুগলের ইমেইল সেবা জিমেইল থেকে বিশ্বের যে কোনো দেশে সাশ্রয়ী মূল্যে ফোন করা যাবে। গত বুধবার আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করে গুগল। চলতি বছরের জন্য যুক্তরাষ্ট্র এবং কানাডায় বিনামূল্যে ফোন করার সুবিধা দেবে গুগল।
জিমেইল থেকে সেলফোন এবং ল্যান্ডফোন উভয় মাধ্যমেই ফোন করা যাবে। জিমেইল থেকে ফোন করার জন্য কম্পিউারে একটি প্লাগ-ইন ইনস্টল করতে হবে। জিমেইলেই এই প্লাগ-ইন ইনস্টলের দিকনির্দেশনা রয়েছে। ধারণা করা হচ্ছে, গুগলের এ সার্ভিস চালুর ফলে কম্পিউটার থেকে কম্পিউটারে ফোনসেবা দাতা প্রতিষ্ঠান স্কাইপে এবং ম্যাজিকটক শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে। ইতিমধ্যে গুগল আন্তর্জাতিক কলরেটের একটি তালিকা প্রকাশ করেছে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রেও প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর চেয়ে কম রেটে কথা বলার সুযোগ দিচ্ছে তারা। বাংলাদেশে কথা বলতে মিনিটপ্রতি খরচ হচ্ছে ৭ টাকা। এছাড়া গুগল থেকে নির্দিষ্ট নম্বর বরাদ্দ নিয়ে নিজের পিসিতেও ফোনকল গ্রহণ করা যাবে বলে জানিয়েছেন গুগলের পণ্য ব্যবস্থাপক ক্রেগ ওয়াকার। এজন্য গত জুন মাসে গুগল ভয়েস নামে টেলিযোগাযোগ সেবা চালু করেছে গুগল। এই সেবার আওতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরে টেলিফোন বুথ তৈরি করছে গুগল। এসব বুথ থেকে বিনামূল্যে যে কেউ যুক্তরাষ্ট্র এবং কানাডায় কল করার সুযোগ পাবেন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: জিমেইলে ফোন সেবা চালু

বাংলাদেশে কোনো টেলিফোন বুথ চালু হবে??



Re: জিমেইলে ফোন সেবা চালু

খুবই ভালো তথ্য,কিন্তু আমার এখন তেমন প্রয়োজন নেই।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg