Topic: তিন্নী কে নিয়ে জটিলতা!

http://www.chobimohol.com/image-704D_4C73E17E.jpg

তিন্নির বিরুদ্ধে শিডিউল ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। 'সে আমার মন কেড়েছে' ছবির শুটিংয়ের ডেট দিয়েও শুটিংয়ে না আসা এবং পরে আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগ এনেছেন সোহান। ২১ মে মহরত অনুষ্ঠিত হওয়ার পর থেকে ছবিতে তিন্নীর অংশের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। পরিচালকের অভিযোগের ভিত্তিতে গতকাল শুটিং স্পটে গেলে শুধু শাকিব খানকেই শুটিং করতে দেখা গেছে। পরিচালক বলেন, 'তাঁকে বাদ দেব কি দেব না, সেটা পরের ব্যাপার। সে অবজ্ঞা করে এসএমএস পাঠিয়েছে, এটাই সবচেয়ে কষ্টের।' ফোন বন্ধ থাকায় তিন্নীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিচালকের মোবাইলে তাঁর পাঠানো এসএমএস থেকে তাঁর অভিযোগ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। তিন্নীর মতে, চার-পাঁচ মাস ধরে একটা ছবির শুটিং করে পাঁচ লাখ টাকা পাওয়ার চেয়ে ছবি না করাই ভালো। সোহান বলেছেন, প্রয়োজনে তিনি তিন্নীর বিরুদ্ধে মামলা করবেন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

বিরক্তিকর এক মেয়ে।  chatterbox   chatterbox

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

এই সিনেমা বের হলেও কি কেও দেখবে? shame on you



Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

আমি দেখবো! তিন্নি তো অনেক..............

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

অনেক কি? অসহায়   tongue



Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

অসহায় ই তো! বেচারার বর নেই!  ;(

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

কেন হিল্লোল কি মৈরা গেছে......... ;q



Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

মরলেও তো বাচতো! ছাইড়া দিছে তো?  ;(

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

বাংলাদেশের সাংস্কৃতিক পরিমন্ডলের স্মরণ কালের সবচেয়ে অস্পৃশ্য রমণী!!!!!!!!!!!!!!



Re: তিন্নী কে নিয়ে জটিলতা!

অস্পৃশ্য মানে খুজতে আমাকে ইন্টারনেট এ সার্চ করতে হল। ভাই এটার মানে কী? মানে একটু সোজা বাংলায়!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।