Topic: তিন্নী কে নিয়ে জটিলতা!
তিন্নির বিরুদ্ধে শিডিউল ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন পরিচালক সোহানুর রহমান সোহান। 'সে আমার মন কেড়েছে' ছবির শুটিংয়ের ডেট দিয়েও শুটিংয়ে না আসা এবং পরে আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগ এনেছেন সোহান। ২১ মে মহরত অনুষ্ঠিত হওয়ার পর থেকে ছবিতে তিন্নীর অংশের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। পরিচালকের অভিযোগের ভিত্তিতে গতকাল শুটিং স্পটে গেলে শুধু শাকিব খানকেই শুটিং করতে দেখা গেছে। পরিচালক বলেন, 'তাঁকে বাদ দেব কি দেব না, সেটা পরের ব্যাপার। সে অবজ্ঞা করে এসএমএস পাঠিয়েছে, এটাই সবচেয়ে কষ্টের।' ফোন বন্ধ থাকায় তিন্নীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিচালকের মোবাইলে তাঁর পাঠানো এসএমএস থেকে তাঁর অভিযোগ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। তিন্নীর মতে, চার-পাঁচ মাস ধরে একটা ছবির শুটিং করে পাঁচ লাখ টাকা পাওয়ার চেয়ে ছবি না করাই ভালো। সোহান বলেছেন, প্রয়োজনে তিনি তিন্নীর বিরুদ্ধে মামলা করবেন।