Topic: ঈদের সাত নাটকে আবদুল কাদের

http://www.chobimohol.com/image-3C43_4C73E025.jpg

নাটকে কাজ করার ব্যাপারে আমি সবসময় চুজি। চরিত্রের গুরুত্ব না থাকলে কিংবা চরিত্র পছন্দ না হলে আমি সে নাটকে কাজ করি না। এ কারণেই বতর্মান সময়ে টিভি নাটকে আমার উপস্থিতি আগের মতো নেই। কম কাজ করলেও যা করি তা ভালোভাবে করারই চেষ্টা করি। আগামী ঈদে নতুন সাতটি নাটকে কাজ করা প্রসঙ্গে এভাবেই বলেন জনপ্রিয় নাট্যাভিনেতা আবদুল কাদের। চাকরির কারণে নাটকে ইচ্ছেমত সময় দেয়াটা তার তেমন হয়ে ওঠে না। আগামী ঈদের জন্য এ পর্যন্ত ছয়টি নাটকে কাজ করেছেন। এর মধ্যে তিনটি নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। নাটক তিনটি হচ্ছে জিএম সৈকতের ডাক্তার বরকত আলী, কায়সার আহমেদের ফাপড় এবং নাম ঠিক না হওয়া আরেকটি নাটক। অন্যান্য স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে জানেসার ওসমানের তিন পাগলের ঈদের নাটক, ডিএ তায়েব ও শাহরিয়ার নাজিম জয়ের নাম ঠিক না হওয়া আরও দুটি নাটক। এছাড়াও এনটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত একটি হাসির নাটকে অভিনয় করবেন এ অভিনেতা।Re: ঈদের সাত নাটকে আবদুল কাদের

বস পাবলিক,উনার অভিনয় মারাত্মক লাগে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg