Topic: অবতার এখন পানির নিচে
দ্বিবিংশ শতাব্দীর সবচেয়ে দামি ছবি জেমস ক্যামেরুনের ‘অবতার’। প্যান্ডোরার মানুষের সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত এই ছবি আকাশচুম্বী সাফল্যের পর এবারে পরিচালক ক্যামেরনের সিক্যুয়াল বানাতে যাচ্ছেন। এতে এবারে থাকছে প্যান্ডোরার সাগরতলের কাহিনী। ভারতের ট্যাবলয়েড পত্রিকার খবর এটি। এ প্রসঙ্গে গণমাধ্যমকে ক্যামরনের সহযোগী মোঘল রুপার্ট মারডকের বললেন, হ্যাঁ আমার কাছে জেমস ক্যামেরন অনেক আগেই অবতারের সিক্যুয়াল বানানোর কথা বলে রেখেছিলেন। আর তার কাহিনী তিনি চিন্তা করেছিলেন প্যান্ডোরার জলের জীবন নিয়ে। এই ছবির পুরো শুটিংই নাকি করা হবে পানির নিচে! শুধু তাই নয়, জেমস ক্যামেরন তার কাল্পনিক গ্রহ প্যান্ডোরা সম্পর্কে বলেছেন, এর ডাঙার জগৎটি যেমন বর্ণময় ও বৈচিত্র্যময়, তেমনি এর সাগরের জগৎটিও সমান সমৃদ্ধ, বৈচিত্র্যময় আর কল্পনানির্ভর। অভিনেতা-অভিনেত্রী কারা হবেন এ বিষয়ে কিছুই ঠিক করা হয়নি।
Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।