Topic: ইন্টারনেট এক্সপ্লোরারের ১৫ বছর পূর্তি
পনের বছর পূর্ণ করে ১৬'তে পা দিয়েছে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। ১৯৯৫ সালের ১৬ আগস্ট বাজারে আসে ইন্টারনেট এক্সপ্লোরারের প্রথম সংস্করণ ১.০। প্রাথমিকভাবে স্পাইগ্লাস প্রতিষ্ঠানের কাছ থেকে লাইসেন্স নিয়ে তাদের তৈরি 'মোজাইক' ওয়েব ব্রাউজারের ওপর ভিত্তি করে ব্রাউজারটি তৈরি করেছিল মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরারের তৃতীয় সংস্করণ থেকে উইন্ডোজ উপযোগী করে তৈরি করা হয় ব্রাউজারটি। মূলত এরপর থেকেই বাড়তে থাকে এক্সপ্লোরারের জনপ্রিয়তা। বাজার গবেষণা প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের মতে, বর্তমানে বিশ্বের মোট ব্রাউজার বাজারের ৬০.৭৪ শতাংশ এক্সপ্লোরারের দখলে। ওপেনসোর্সভিত্তিক ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ব্যবহারকারী রয়েছে ২৩.৭৫ শতাংশ। এরপরই গুগলের ক্রোম, অ্যাপলের সাফারি এবং অপেরা। এক্সপ্লোরার ছয় সংস্করণের নিরাপত্তা ত্রুটি নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হলেও ব্যবহারকারীর দিক থেকে এটি এখনো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার। বর্তমানে অ্যাপ্লিকেশনটির সংস্করণ ৮ বাজারে রয়েছে। ১৫ সেপ্টেম্বর বাজারে আসছে 'এক্সপ্লোরার ৯'-এর পরীক্ষামূলক সংস্করণ।
সূত্র: এএফপি