Topic: আগে থেকেই আলঝেইমার রোগ নির্ণয় সম্ভব
[box]এতদিন আগে থেকে স্মৃতিক্ষয়ী আলঝেইমার রোগ নির্ণয় সম্ভব হতো না। তবে গবেষকরা এখন দাবি করছেন, আলঝেইমার রোগ হওয়ার আগেই তারা তা নির্ণয়ে শতভাগ সফল হয়েছেন। তারা জানাচ্ছেন, মেরুদণ্ডে থাকা তরল দিয়ে আগেই নির্ণয় করা সম্ভব হবে যে, কাদের আলঝেইমার রোগ হতে চলেছে। মঙ্গলবার তারা আর্কাইভস অব নিউরোলজিতে এটির প্রমাণ দেখাবেন। এই গবেষণার সত্যতা প্রমাণিত হলে তা আলঝেইমার রোগ নির্ণয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
গবেষকরা জানাচ্ছেন, দশকের পর দশক ধরে ভাবা হতো যে, মস্তিষ্কের আলঝেইমার রোগ আরোগ্যযোগ্য নয় এবং এটি শুধুমাত্র অটোপসি করে নিশ্চিত হওয়া যায়। কিন্তু গবেষকদের এ আবিষ্কার আলঝেইমার রোগ নির্ণয়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সবাই ধারণা করছেন।
তারা বলছেন, যাদের ওপর এ পরীক্ষা চালানো হচ্ছে, তাদের দেখে বোঝা যাবে যে, রোগের লক্ষণটি দেখা দিতে কত সময় নেয় ও এর ওষুধ রোগীকে কত তাড়াতাড়ি সুস্থ করে তোলে। মেরুদণ্ডের তরল দিয়ে আলঝেইমার রোগ নির্ণয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া মেডিকেল স্কুলের ডিন ড. স্টিভেন ডিকোস্কি বলেন, এতদিন এটাই সবাই খুঁজে ফিরছিলেন। তবে তিনি এ গবেষণার সঙ্গে যুক্ত নন।
ওয়াশিংটন ইউনিভার্সিটির নিউরোলজির অধ্যাপক ড. জন মরিস সংবাদ মাধ্যমকে জানান, এ গবেষণা আলঝেইমার সম্পর্কে গুরুত্বপূর্ণ স্বাক্ষর বহন করবে এবং তা হবে অত্যন্ত শক্তিশালী। তবে গবেষকরা জানাচ্ছেন, এখনও অনেক কিছু করার বাকি আছে। যদি চিকিত্সকরা এটি ব্যবহার করে আশ্বস্ত হতে পারেন কিংবা রোগীরা আরাম বোধ করেন, তবেই বোঝা যাবে এর ভবিষ্যত্ উজ্জ্বল।
[/box]
আলঝেইমার রোগ আরোগ্যযোগ্য জেনে বেশ আরাম পেলাম!
সুত্র : আমার দেশ