Topic: অপুর সঙ্গে আর অভিনয় নয়: শাকিব।

চিত্রনায়িকা অপুর সঙ্গে আর কোনো নতুন ছবিতে কাজ না করার ঘোষণা দিয়েছেন শাকিব খান।
অপুর বিরুদ্ধে তিনি অপেশাদারি আচরণের অভিযোগ এনেছেন। শুক্রবার শাকিব তাঁর বাসায় সাংবাদিকদের কাছে নিজের এই মনোভাবের কথা জানিয়েছেন।
শাকিব বলেন, ‘অপু কাজের ব্যাপারে ইদানীং মোটেও মনোযোগী নন। তাই চলচ্চিত্রের কাজে এর প্রভাব পড়ছে। তা ছাড়া অন্য কোনো শিল্পীর সঙ্গে কাজ করলে অপু সেখানেও সমস্যা করছেন। অপুর সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। দর্শকদের কাছে এখন এই জুটিকে একঘেয়ে মনে হচ্ছে। তাই অপুর সঙ্গে আর কোনো নতুন ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
শাকিবের অভিযোগের ব্যাপারে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার অনেক ছবি হয়েছে। এ কারণেই হয়তো শাকিব এখন আর আমার সঙ্গে কাজ করতে চাচ্ছেন না। তবে শাকিব কার সঙ্গে কাজ করবেন বা করবেন না—সেটা তাঁর ব্যাপার। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
শাকিব-অপু জুটির প্রথম ছবি কোটি টাকার কাবিন। প্রথম ছবিই ছিল দারুণ ব্যবসাসফল। এর পর একে একে এই জুটির ৩৪টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রায় প্রতিটি ছবিই ব্যবসায়িক দিক থেকে সফল হয়েছে।
এ মুহূর্তে শাকিব-অপু জুটির নির্মাণাধীন ছবি আটটি। হাতে আছে সাতটি নতুন চলচ্চিত্র। এগুলোর ভবিষ্যতের ব্যাপারে শাকিব বলেন, ‘নির্মাণাধীন ছবিগুলোর কাজ শেষ করব। কিন্তু নতুন কোনো ছবিতে অপুর সঙ্গে কাজ করব না।’
অপু বলেন, ‘নির্মাতারা চাইলে নতুন ছবিগুলোর জন্য নেওয়া পারিশ্রমিকের টাকা আমি ফেরত দেব।’
জানা গেছে, এবারের ঈদে এই জুটির পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

সূত্র:- প্রথম-আলো
৩৪ টি ছবি !!!! :অবাক:   :অবাক:  পুরাই মাথা নষ্ট,কেমনে সম্ভব?গিনেস বুকে নাম দেওয়া উচিত। আর কোন দেশে এমন হয় কিনা আমার জানা নেই।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: অপুর সঙ্গে আর অভিনয় নয়: শাকিব।

খুবই বিরক্তিকর।



Re: অপুর সঙ্গে আর অভিনয় নয়: শাকিব।

নায়ক নায়িকারা কতবার কত কী বলে?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।