Topic: ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত হাসেম ক্লার্ক।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত হ্যানসেন হাসেম ক্লার্ক। ৩ আগস্ট অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে মি. ক্লার্ক ইউএস কংগ্রেসম্যান (মিশিগান কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৩) হিসেবে বিজয়ী হন। হাসেম ক্লার্ক বতর্মানে মিশিগান স্টেট সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এ বিজয়ে পৈতৃক ভূমি সিলেটের বিয়ানীবাজারে বইছে আনন্দের বন্যা।
জানা যায়, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে ডেমোক্র্যাটদের আধিপত্য বেশি। হ্যানসেন ক্লার্ক প্রাইমারি বৈতরণী সহজে পার হওয়ায় মূল কংগ্রেসনাল নির্বাচনে বিজয়ী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রিটিশ পার্লামেন্টে সিলেটের মেয়ে রুশনারা আলীর বিজয়ের পর এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রথম বাঙালি হিসেবে বিজয়ের দোরগোড়ায় হ্যানসেন হাসেম ক্লার্ক। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে কংগ্রেসনাল নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, কংগ্রেসের এ আসনটি ১৯৪৯ সাল থেকে ডেমোক্র্যাটদের দখলে রয়েছে। এ জন্য হাসেম ক্লার্ক কংগ্রেসম্যান নির্বাচিত হলে এই প্রথম কোনো বাংলাদেশি বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রের মর্যাদাসম্পন্ন পদে অধিষ্ঠিত হবেন। প্রাইমারি নির্বাচনে হ্যানসেন ক্লার্ক ৪৯% ভোট পেয়ে পরাজিত করেছেন সাত মেয়াদের কংগ্রেসম্যান ক্যারলিন চিকস কিলপ্যাট্রিককে।
মার্কিন সিনেটর মি. ক্লার্কের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বিজয়ী হওয়ার খবর বিয়ানীবাজারে এসে পেঁৗছে গত বুধবার।
বিয়ানীবাজার সংবাদদাতা জানান, হ্যানসন হাসেম ক্লার্কের পিতা সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আবদুল হাসেম। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন ক্লার্ক। ক্লার্ক মাত্র আট বছর বয়সে বাবাকে হারান। এ সময় তাঁর মা তেলেমা হাসেম স্কুল গার্ডের চাকরি করেন। ১৯৮৪ সালে বিশ্ববিখ্যাত জর্জ টাউন থেকে জুরিস অব ডক্টর ডিগ্রি নিয়ে আইন পেশার পাশাপাশি রাজনীতিতে যোগ দেন ক্লার্ক। ১৯৯০, ১৯৯৮ ও ২০০০ সালে মিশিগান স্টেট রিপ্রেজেনটেটিভ এবং ২০০২ ও ২০০৬ সালে স্টেট সিনেটর নির্বাচিত হন তিনি। হ্যানসন হাসেম ক্লার্ক যুক্তরাষ্ট্রের বাংলাদেশ আমেরিকান পাবলিক এফেয়ার্স কমিটি অনাবাসী (এনআরবি) সম্মেলনে যোগ দিতে ২০০৭ সালে ২৭ ডিসেম্বর ঢাকায় আসেন। সম্মেলন শেষে পৈতৃক ভূমি শ্রীধরা গ্রামে বেড়াতে এলে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
সূত্র:- কালের কণ্ঠ
দেশের গর্বিত সন্তান,আর আমরা কি করি?যত ডেট এক্সপায়ার্ড নেতাদের ক্ষমতায় বসায় রাখছি।