Topic: ব্যাথাহীন টিকা দেবে মাইক্রোনিডল

http://www.chobimohol.com/image-B195_4C528D3C.jpg


সম্প্রতি গবেষকরা ভ্যাকসিন দেয়ার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। জানা গেছে, গবেষকরা আশা করছেন, এই পদ্ধতিতে একদিন হয়তো ডাকযোগেই পাঠানো যাবে ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন দেয়ার পদ্ধতিতে ব্যান্ডএইডের মতো কোনো মাধ্যম বা প্যাচ-এর মধ্যেই হয়তো মাইক্রোনিডল রাখা হবে। আর এগুলো এতোটাই ছোটো হবে যে, তার ব্যথাটি নাকি অনুভূতই হবে না। খবর ইয়াহু অনলাইনের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ব্যান্ড-এইডের মতো কোনো মাধ্যমেই দেয়া থাকবে এই মাইক্রোনিডলটি, যা খুব সামান্যই চামড়া ভেদ করবে এবং সঙ্গে সঙ্গেই ছেড়ে দেবে দরকারি ওষুধ বা টিকা। বলা হচ্ছে, এই ক্ষুদ্র নিডলগুলো চামড়ায় কোনো ব্যাথাই সৃষ্টি করবে না।

এ বিষয়ক গবেষণা পরিচালনা করেছেন জর্জিয়া ইনস্টিচিউট অফ টেকনোলজির গবেষক মার্ক প্রাউসনিট্জ আর এ গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নেচার মেডিসিন’ সাময়িকীতে।

মার্ক প্রাউসনিট্জ-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই জিনিসটি সূক্ষ্ম শিরিষ কাগজের মতো, ভ্যাকসিন ছাড়া মাইক্রোনিডলের পরীক্ষায় ১০ জনে কেবল ১ জনই তাদের অসুবিধার কথা জানিয়েছেন। তাছাড়া বাকি সবাই জানিয়েছেন, কোনোরকম ব্যাথা দেয় না এই মাইক্রোনিডল।

গবেষকরা  জানিয়েছেন, এই মাইক্রোনিডল দৈর্ঘ্যে এক ইঞ্চির স্রেফ তিনশ’ ভাগের এক ভাগ।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/এইচআর/জুলাই ১৯/১০

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।