Topic: কৌতুক ২

শরীর ভালো লাগছিল না বলে এক ভদ্রলোক গেলেন ডাক্তারের কাছে।
ডাক্তার: আপনার জন্য দুঃসংবাদ আছে। আপনি খুব শিগগির মারা যাবেন।
রোগী: খুব শিগগির? আমি আর কত দিন বাঁচব, ডাক্তার?
ডাক্তার: ১০...
রোগী: ১০ কী? বছর, মাস, সপ্তাহ, দিন...?
ডাক্তার: ১০...৯...৮...৭...৬...

রোগী: ডাক্তার সাহেব, আমার মনে হয় চশমা লাগবে।
ক্যাশিয়ার: অবশ্যই আপনার চশমা লাগবে; কারণ আপনি এখন ব্যাংকে।

এক ডাক্তারের বাড়িতে পানির পাইপ নষ্ট হয়ে গেল। ডাক্তার একজন মিস্ত্রি আনলেন সারাই করতে। মিস্ত্রি কতক্ষণ খুটখাট করল। ডাক্তার দেখলেন পানির পাইপ ঠিক হয়ে গেছে। খুশি হয়ে তিনি মিস্ত্রিকে বললেন, ‘তোমাকে কত দিতে হবে?’ মিস্ত্রি জবাব দেয়, ‘৫০০ টাকা।’ ডাক্তার তো ভীষণ অবাক, ‘বলে কী! আরে এইটুকু সময়ের জন্য আমিও তো এত টাকা পাই না।’
‘যখন ডাক্তারি করতাম, তখন আমিও পেতাম না।’ মিস্ত্রির সাফসুতরো জবাব।

দারুণ সৌন্দর্যসচেতন এক মেয়ে এল জিম ইনস্ট্রাক্টরের কাছে। বলল, ‘আমার ওজন ৪৪ কেজি। কী করে ৪ কেজি কমাই, বলুন তো?’
জিম ইনস্ট্রাক্টর: মাস তিনেক ব্যায়াম করুন, তাহলেই হবে।
মেয়ে: আরেকটু কম সময়ে হয় না?
জিম ইনস্ট্রাক্টর: যায়, মাথাটা কেটে ফেলুন, কালকেই ৪ কেজি কমে যাবে।

:কোলাকুলি: রোগী: ডাক্তার, আমি সব সময় দুশ্চিন্তায় থাকি, মেজাজ খিটখিটে হয়ে যায়, যখন-তখন রেগে যাই...
ডাক্তার: সমস্যাটা কী?
রোগী: গাধার বাচ্চা! কানে শুনিস না? এইমাত্রই তো বললাম তোকে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কৌতুক ২

ভালো লাগল



Re: কৌতুক ২

sawontheboss4 wrote:

গাধার বাচ্চা! কানে শুনিস না? এইমাত্রই তো বললাম তোকে!

ছি!ছি! ডাক্তারকে গাধার বাচ্চা বলে,সাহস কত? chatterbox   chatterbox

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কৌতুক ২

ডাক্তার আর রোগীর তো ভালোই মিল দেখছি।  ;q