Topic: লাক্স তারকা মুনমুন এর কিছু তথ্য

[box]http://www.chobimohol.com/image-BB4F_4C4549A5.jpg[/box]

সংস্কৃতির সঙ্গে নিজের সখ্যতার গল্পটা সেই ছোট বেলাতেই রচনা করেছেন লাক্স তারকা মুনমুন। এখন তার ক্যারিয়ার অভিনয়মুখী হলেও মুনমুন উপস্থাপনাতেই বেশি প্রাণবন্ত দর্শকদের কাছে। শুধু নিছক ভালোলাগা থেকেই নয়, মুনমুন অভিনয় ও উপস্থাপনা করেন শিল্পের প্রতি গভীর টান অনুভব করেই। জনপ্রিয় এই টিভি মুখ এবার আমাদের দশে-দশ বিভাগে তার নানা ভাবনার কথা জানিয়েছেন। এমন একটি ঘটনা যা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল- লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৬-এ অংশ নেয়া-

প্রিয় দু’টি মুহূর্ত
০০ আমি যখন ক্লাস টুতে প্রথমবারের মতো প্রথম হই
০০ আমার দুই বোনের দু’টি ছেলে আছে। আমি যখন ওদের সঙ্গে সময় কাটাই

যে তিনটি অভ্যাস পাল্টাতে চান
০০ আমি প্রচুর ঘুমাই। আর এটা কন্ট্রোলে রাখতে চাই
০০ রেগুলার এক্সারসাইজ করা হয় না আমার। এটা নিয়মিত করতে চাই
০০ আমি বেশি মিষ্টি খাই। এবার পরিমাণটা কমাতে চাই

প্রিয় চারটি খাবার
০০ বেগুনভাজি (অবশ্যই আমার বড় বোনের হাতের রান্না)
০০ সর্ষে ইলিশ
০০ ফ্রাইড রাইস
০০ মিষ্টি (আমার মেজো বোন ভালো মিষ্টি বানাতে জানে। ওর হাতে তৈরি মিষ্টি আমার খুব পছন্দের)

বেড়ানোর প্রিয় পাঁচটি জায়গা
০০ কক্সবাজার
০০ জাফলং
০০ মাধবকুণ্ড
০০ সুন্দরবন (যাওয়া হয়নি)
০০ রাঙামাটি

ছয়জন প্রিয় লেখকের নাম
০০ রবীন্দ্রনাথ ঠাকুর
০০ সুনীল গঙ্গোপাধ্যায়
০০ হুমায়ূন আহমেদ (এক সময় আমি তার প্রচুর লেখা পড়তাম)
০০ ড. মুহাম্মদ জাফর ইকবাল
০০ জেইন অস্টিন
০০ ইমদাদুল হক মিলন

প্রিয় সাতটি নাটক
০০ কেউ কথা রাখেনি (এটা আমার অভিনীত শিশু বয়সের নাটক)
০০ বাতাসের খাঁচা
০০ দৈনিক তোলপাড়
০০ বন্ধুত্ব, ভালোবাসা ইত্যাদি
০০ ফ্রেন্ডশিপ (অনএয়ার হয়নি)
০০ ধূপছায়া
০০ লুকিংগ্লাস (অনএয়ার হয়নি)

৮টি প্রয়োজনীয় জিনিস, যা সবসময় আপনার সঙ্গে থাকে
০০ ঘড়ি
০০ মোবাইল
০০ ফেস ওয়াশ
০০ কমপ্যাক্ট
০০ সানস্ক্রিন লোশন
০০ সানগ্লাস
০০ শিডিউল ডায়েরি
০০ কাজল

প্রিয় ন’টি চলচ্চিত্র
০০ দারুচিনি দ্বীপ
০০ শঙ্খনীল কারাগার
০০ মাটির ময়না
০০ জাগো
০০ মনপুরা
০০ তারে জামিন পার
০০ ভাগবান
০০ দিল ওয়ালি দুলহানে লে জায়েঙ্গে
০০ ফরেস্ট গাম্প

দশটি প্রিয় শব্দ, যা কথায় কাজে বেশি ব্যবহƒত হয়
০০ থ্যাঙ্ক ইউ
০০ সরি
০০ দেখা হবে
০০ ইনশাআল্লাহ
০০ ভালো আছি
০০ কাজ কেমন চলছে
০০ হ্যালো
০০ ওয়ান্ডারফুল
০০ সুধী দর্শক
০০ আমন্ত্রণ জানাচ্ছি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।