Topic: আজ ফারুকী-তিশার বিয়ে

http://my.jetscreenshot.com/3379/m_20100716-o6nb-96kb.jpg


[box]ঘরে না হলেও আয়োজনটা ছিল অনেকটাই ঘরোয়া। ঘনিষ্ঠজনদের উপস্থিতি আর হৈ-হুল্লোড়ে মেতে উঠেছিল গুলশানের ক্যাটেলিনা আইল্যান্ড। নির্দেশক-অভিনেত্রী নিমা রহমান ও প্রযোজক তুহিন বড়ুয়ার রেস্টুরেন্ট এটি। এখানেই আয়োজন করা হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী ও তিশার গায়ে হলুদের অনুষ্ঠানের। অনুষ্ঠানে যাঁরা এসেছেন তাঁরাই অবাক হয়েছেন হলুদের মঞ্চে ব্যানারের লেখা দেখে। ব্যানারে লেখা হয়েছে, 'আজ ফারুকী ও তিশার গায়েহলুদ (গালে হলুদ)'। কারণ জানতে চাইলে সরয়ার ফারুকী বললেন, "গায়ে হলুদের অনুষ্ঠান হলেও আসলে কিন্তু সবাই গালেই হলুদ লাগায়। তাই আমরা গায়ে হলুদের পাশে ব্র্যাকেটে 'গালে হলুদ' লিখেছি।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। আরো উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, নাট্যকার আনিসুল হক, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, রোজি, রুমী, শখ প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন নির্মাতা অমিতাভ রেজা, মোহাম্মদ মুস্তফা কামাল রাজ, ইফতেখার ফাহমি, ইশতিয়াক রুমেল, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, আদনান, আলম জাহাঙ্গীর, মাসুদ পারভেজ, শরাফ আহমেদ জীবন, কচি খন্দকার, হিমেল আশরাফ, হুমায়ূন সাধু, মাহমুদ, অভিনেতা মারজুক রাসেল, মুসাফির বাচ্চুসহ ছবিয়াল পরিবারের সদস্যরা। গায়েহলুদ শেষে আজ সকাল ১০টায় তিশাদের পরীবাগের বাসায় বিয়ে হবে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশার। এরপর সন্ধ্যায় গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজন করা হয়েছে বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের। সেখানে মিডিয়া ও শোবিজের সর্বস্তরের মানুষ তাঁদের সংবর্ধনা জানাবেন। অনুষ্ঠানস্থলে দুটি মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। একটিতে বসবেন বর-কনে, সেখানে বসেই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তাঁরা। অন্যটিতে চলবে বিচিত্র এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিয়ে নিয়ে অভিজ্ঞতা, ফারুকী-তিশার বিয়ে নিয়ে তাঁদের মতামত, শুভেচ্ছা, কৌতুক ইত্যাদি উপস্থাপন করা হবে। পাশপাশি থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের গান ও নৃত্য। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন আরজে অপু। এ প্রসঙ্গে ফারুকী বলেছেন, 'আজ বিয়ে (কারাবরণ) করতে যাচ্ছি। সবাই আমাদের শুভেচ্ছা জানাতে আসবেন। আমরা অধীর হয়ে অপেক্ষায় থাকব। আর অনুভূতি? ভয় ভয় লাগছে।' তিশা বলেছেন, 'জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অনুভূতি খুবই ভালো। সবাই দোয়া করবেন, যেন আমাদের সংসার সুখের হয়।'[/box]

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।