Topic: ইন্টারনেট সার্চ সেবা বাড়াতে গুগল ও বিংয়ের নতুন পদক্ষেপ
[box]ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিনগুলোতে ব্যাপক হারে বিনোদনভিত্তিক তথ্য খোঁজেন প্রতিদিন। এ কারণে সম্প্রতি সার্চ সেবা বাড়ানোর নতুন কৌশল গ্রহণ করেছে সার্চ ইঞ্জিন গুগল ও মাইক্রোসফটের বিং। এখন সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার পাশাপাশি বিনোদনমূলক কনটেন্ট প্রদানের লক্ষ্যে এ ধরনের সেবা বৃদ্ধির কাজ চলছে। সম্প্রতি শুধু গান খোঁজার জন্য বিং সার্চ ইঞ্জিনে চালু করা হয়েছে নতুন সার্চ সেবা। এ সেবার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি বিং থেকেই অনলাইনে যেকোনো গান স্টিন্সমিং করতে পারছেন। একই সাথে থাকছে মূল গানটি ক্রয়ের লিংক। বিং কর্তৃপক্ষ বলেন, এ সেবা আরো বাড়ানো হবে। বিংয়ের সাথে তাল মিলিয়ে গুগলও মিউজিক সার্চ সেবা চালু করেছে।[/box]
সূত্র: এখানে