Topic: চীনে থাকছে গুগল!

গুগলের সেবা চালু রাখার অনুমতি দিয়েছে চীন সরকার। শর্ত ভঙ্গের অভিযোগে ইন্টারনেট কনটেন্ট প্রোভাইডার বা আইসিপি হিসেবে গুগলের লাইসেন্স নবায়ন না করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এটিকে আবার অনুমোদন দিয়েছে তারা। গুগলের আইনজীবী ডেভিড ড্রামন্ড বলেন, 'চীন সরকার গুগলের লাইসেন্স নবায়ন করে ইন্টারনেট ব্যবহারকারীদের নতুন ধরনের সেবার আওতায় আসার সুযোগ করে দিয়েছে। সরকার লাইসেন্স নবায়ন না করলে ব্যবহারকারীরা একে নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখতেন।' গুগলের প্রধান নির্বাহী এরিক স্কিমিডিট বলেন, 'গুগলের লাইসেন্স নবায়নের মাধ্যমে চীন সরকার তাদের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করল। আমরা আশা করছি, চীনা ইন্টারনেট ব্যবহারকারীদের মানসম্মত সেবা দিতে সক্ষম হব।'

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।