Topic: আসাদুজ্জামান নূর আবার বাকের ভাই চরিত্রে
কত দিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন?
শেষ কাজ করেছিলাম ২০০১ সালে, আফসানা মিমির বন্ধন ধারাবাহিকে। এরপর আর কাজ করা হয়নি। তবে এর মাঝে এক ঘণ্টার কয়েকটি নাটকে কাজ করেছি। নাটকও লিখেছি। গত বছর বাইশে শ্রাবণ উপলক্ষে দেশ টিভিতে তা দেখানো হয়েছিল। শুনেছি, আপনি এবার ঈদে একটি নাটকে বাকের ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন। হ্যাঁ, হুমায়ূন আহমেদের উপন্যাসের কয়েকটি চরিত্র নিয়ে নাটকটি ঈদের সাত দিন দেশ টিভিতে দেখানো হবে। এই নাটকের একটি চরিত্র ‘বাকের ভাই’। কোথাও কেউ নেই নাটকে ওই চরিত্রে আমি অভিনয় করেছিলাম। ওটা তো হুমায়ূনের লেখা ছিল, কিন্তু এবার কী রকম হবে, তা এখনো জানি না। রেদোয়ান রনির সঙ্গে কথা হয়েছে। চরিত্রটি সেভাবেই রাখার চেষ্টা থাকবে। মূল বাকের ভাই চরিত্রে আমি হাতে যে চেইন রাখতাম, আর রোদচশমা ব্যবহার করতাম, এবারও ওই দুটিই থাকবে। মজার ব্যাপার হলো, আমার মেয়ে ওই দুটো যত্ন করে রেখে দিয়েছিল। তাই এবার তা কাজে লাগছে।
মঞ্চের খবর বলুন। কিছুদিন আগে একটি নতুন মঞ্চে নুরলদীনের সারা জীবন নাটকটির আমরা পাঠ-অভিনয় করেছিলাম। আসলে ভবিষ্যতে রাজনীতি ও দেশ টিভির কাজের ব্যস্ততার ওপরই মঞ্চে আমার নিয়মিত অভিনয়ের ব্যাপারটি নির্ভর করছে। পুরোনো কিছু নাটক আবার মঞ্চে আনার একটা পরিকল্পনা করা হচ্ছে। যদি সেটা হয়, তাহলে হয়তো আবার অভিনয় করব।
সূত্র : এখানে
Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।