Topic: গুরুতর অসুস্থ পপগুরু আজম খান

http://www.chobimohol.com/image-126C_4C31495B.jpg


[box]গুরুতর অসুস্থ পপগুরু আজম খান। জিহ্বার নিচে মাংস বাড়ায় প্রায় ১৫ দিন ধরে তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন না। সব শেষে গতকাল সন্ধ্যা নাগাদ তার অবস্থার চরম অবনতি ঘটে। আতঙ্কিত হয়ে পড়ে  তার মেয়ে ও নিকট আত্মীয়স্বজন। সংগীতাঙ্গনে ছড়িয়ে পড়ে আজম খানের অসুস্থতার কথা। সবার প্রিয় পপগুর্বর কমলাপুরস্থ বাসায় ছুটে যান তার ভাই সংগীত পরিচালক আলম খান, আইয়ুব বাচ্চু, এন্ড্রু কিশোর, পিয়ার্ব খানসহ আরও অনেক ভক্ত গুণগ্রাহী।
গতকাল সন্ধ্যায় আজম খানের বাসায় গিয়ে জানা যায়, প্রায় ১৫ দিন ধরে আজম খান জিহ্বার নিচে ব্যথা অনুভব করছেন। একই সঙ্গে দিন দিন জিহ্বার নিচে মাংসও বেড়ে চলছে। পর পর তিনজন ডাক্তারের শরণাপন্ন হয়েও সঠিক অসুখ নির্ণয় করা যাচ্ছে না। এর মধ্যে তিন ডাক্তারই সঠিক রোগ নির্ণয়ের জন্য অতিসত্বর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও হাসপাতালবিমুখ আজম খান ভর্তি হননি। তার ওপর নিজেকে ব্যস্ত রেখেছেন বিশ্বকাপ ফুটবল নিয়ে। এর মধ্যে গেল মাসের ২৬ তারিখে একটি স্টেজ শোতে গান গেয়েছেন। অনেকটা নিজের উদাসীনতার কারণেই শারীরিকভাবে এতটা ভেঙে পড়েছেন- এমনটাই মন্তব্য আজম খানের নিকট আত্মীয়-পরিজনদের। এছাড়া প্রেসার ওঠানামার সমস্যাও প্রকট আকার ধারণ করেছে বলে জানা যায়। আলম খান জানান, এরই মধ্যে আমরা স্কয়ার হাসপাতালে কথা বলেছি। আমরা চেয়েছি আজ রাতেই ওকে ভর্তি করাতে। তবে ও চাইছে কাল (আজ) ভর্তি হতে। তাই আজ (গতকাল রাত) আর তাড়াহুড়ো করছি না। মনের বির্বদ্ধে তো কিছু করা ঠিক হবে না। আমরা আশা করছি কাল (আজ) ওকে ভালোয় ভালোয় ভর্তি করাবো। ওর সঠিক চিকিৎসা হলে আশা করি ভয়ের কিছু নেই। এদিকে আজম খানের অসুস্থতার খবর শুনে তাৎৰণিকভাবে আইয়ুব বাচ্চু-এন্ড্রু কিশোর দেখতে ছুটে যান। শিল্পীদের পৰ থেকে তারা বলেন, আজম ভাইয়ের সুচিকিৎসার জন্য আমরা তার পাশে আছি। উনার জন্য যা যা করা দরকার আমরা করতে প্রস্তুত। এদিকে এতদিন অনেকটা স্বাভাবিক থাকলেও গতকাল সন্ধ্যা নাগাদ শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন আজম খান। স্বাভাবিক খাবার না খেলেও তরল খাবার খাওয়ানোর চেষ্টা চলছে। মাংস বেড়ে যাওয়ায় স্পষ্ট করে কথা না বললেও সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। বলছেন, আবারও গাইবো। নো টেনশন।[/box]

আমরা চাই আজম খান সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক।  sad
সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: গুরুতর অসুস্থ পপগুরু আজম খান

sawontheboss4 wrote:

আমরা চাই আজম খান সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক।  sad


অবশ্যই !
আমার পছন্দের অন্যতম একজন মহৎ প্রাণ শিল্পী।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।