Topic: প্রো ইভোলুশন সকার ২০১০
[box]বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে কোনামি প্রকাশ করেছে 'প্রো ইভল্যুশন সকার ১০'। জাপানে প্রকাশিত এ গেইমের গালভরা নামও আছে_'ওয়ার্ল্ড সকার: উইনিং ইলেভেন ২০১০'। গেইমটি আগের সংস্করণ থেকে উন্নত করা হয়েছে। আগের ফিচারগুলো তো আছেই। নতুন করে যোগ হয়েছে 'ক্যারিয়ার মুড'-ফিচারটি।
এ মুডে প্রথমদিকে আপনাকে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলতে হবে। এই অনুশীলনের মধ্য দিয়ে আপনাকে বাছাই করা হবে প্রফেশনাল ফুটবল খেলোয়াড় হিসেবে।
যদি আপনি দক্ষ খেলোয়াড় হিসেবে বাছাই হন, তাহলে আপনার সুযোগ হবে কোনো পেশাদার ক্লাবে খেলার। এর পর থেকে যত ভালো খেলবেন, তত ভালো আর বড় বড় ক্লাবে খেলার সুযোগ পেতে থাকবেন। এমনকি ডাক আসতে পারে জাতীয় দলেও।
'গেইম প্লে' অপশনে গেইমাররা পাবেন কুইক ম্যাচ, ক্যারিয়ার মুড, কাস্টম লিগ, কাপ প্রতিযোগিতা, অনলাইন প্লে এবং ট্রেনিংয়ের মতো গুরুত্বপূর্ণ সব মুড। ইউরোপিয়ান লিগ, স্প্যানিশ লিগের লাইসেন্স থাকার কারণে এ গেইমে আর্সেনাল, চেলসি, রেঞ্জারস, ডায়নামো কিয়েভ এবং গালাটাসারের মতো ফুটবল ক্লাবে খেলার সুযোগ হয়েছে। প্রো ইভল্যুশন সকার ১০-এর লিগ সিস্টেম একদম সরল। এতে রয়েছে মাস্টার লিগ, লিগ কাপ, অনলাইন লিগ।
এ পর্বে অ্যানিমেশনের বেশ উন্নতি করা হয়েছে। এতে বাস্তবের বিখ্যাত খেলোয়াড়দের বিভিন্ন অঙ্গভঙ্গি দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে এ গেইমে লিওনেল মেসি, দ্রগবা, ওয়েন রুনি কিংবা হেনরি অঁরির মতো বিখ্যাত খেলোয়াড়ের মতো প্লেয়ার পাওয়া যাবে।
গেইমটি পিসি ছাড়াও প্লে-স্টেশন টু, প্লে-স্টেশন থ্রি, পিএসপি, এ্রক্সবক্স ৩৬০ ফ্ল্যাট ফরমেটেও খেলা যাবে।
খেলতে যা যা লাগবে :
অপারেটিং সিস্টেম: পেন্টিয়াম-৪
প্রসেসর : ২.৫ গিগাহার্জ
মেমোরি : ১ গিগাবাইট
হার্ড ড্রাইভ : ৮ গিগাবাইট
ভিডিও মেমোরি কার্ড : ১২৮ মেগাবাইট
ডাইরেক্স এক্স : ৮.১[/box]
আমি ফিফা থেকে প্রো খেলতেই বেশি পছন্দ করি, এতে রিয়্যাল একটা ভাব আছে। ফিফা তে সেই টৈস্ট টা নেই, ফিফা ২০১০ ও খারাপ না।
সূত্র : এখানে