Topic: অনুবাদ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক আহবান

অনুবাদ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক আহবান করা হচ্ছে। যারা আগ্রহী তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন।

আমাদের কাজ কি?

আমাদের কাজ হল ওয়েবে বাংলাকে ছড়িয়ে দেওয়া। ওয়েবে বিভিন্ন স্ক্রীপ্ট এর বাংলা সংস্করন পাওয়া যায়। সেগুলো  একটি সাইটে এক করা হবে। সেখান থেকে সবাই তাদের পছন্দমত বাংলা ভাষার অনুবাদ ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া যেইসব স্ক্রীপ্ট এর বাংলা  নেই সেইসব স্ক্রীপ্টে বাংলা অনুবাদ করা হবে বিভিন্ন স্বেচ্ছাসেবকের মাধ্যমে।

স্বেচ্ছাসেবক কেন?

কথায় আছে “দশে মিলি করি কাজ; হারি জিতি নাহি লাজ”  সেই প্রবাদকেই সামনে রেখে আমরা এগুতে চাই। একটি কাজ একজন করলে তাতে ভুল এবং সময় বেশী লাগে। আমরা সবাই মিলে যদি কাজটা করি তাহলে অনেক সহজেই কাজটি হয়ে যাবে। তাই আমরা সবাই মিলে কাজটি করতে চাই।


স্বেচ্ছাসেবকের কাজ কি?

আমাদের স্বেচ্ছাসেবকদের মূলত কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেমন এক গ্রুপ থাকবেন শুধুমাত্র বিভিন্ন প্রজেক্টের খবর দিবেন, কোন গ্রুপ থাকবে অনুবাদ প্রকল্প এর কাজ বিভিন্ন ভাগে ভাগ করে দেবে, আরেক গ্রুপ থাকবে যারা অনুবাদ করবে, আরেক গ্রুপ থাকবে যারা প্রুফ রিডার হিসেবে কাজ করবে ইত্যাদি ইত্যাদি।


কেন কাজ করব?

ওয়েবে বাংলাকে ছড়িয়ে দেওয়ার এই সুযোগকে আপনি মিস করবেন না। কারন এ রকম সুযোগ পরে নাও পেতে পারেন। আপনি মাথা উঁচু করে বলতে পারবেন বাংলা ভাষাকে ওয়েবে ছড়িয়ে দিতে আপনারও অবদান আছে। আমি ওমুক স্ক্রীপ্টের বাংলা অনুবাদে ছিলাম। এছাড়া বিভিন্ন স্ক্রীপ্টের বাংলা অনুবাদের সাথে আপনার নামসহ কৃতজ্ঞতা প্রকাশ থাকবে।


স্বেচ্ছাসেবকের নিয়মাবলি:

স্বেচ্ছাসেবকের কোন ধরাবাধা নিয়মাবলি আমরা দিতে চাই না। তবুও কাজের শৃংখলার স্বার্থে কিছু নিয়মাবলী নিচে দেওয়া হল:

১। প্রতি সপ্তাহে কমপক্ষে ১ ঘন্টা কাজ করার সময় থাকতে হবে।

২। মডারেটরদের দেওয়া কাজ সঠিক সময়ে প্রদান করার মানসিকতা থাকতে হবে।

৩। যেহেতু আমাদের কাজের উপর কোন অনুদান নেই বরং আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি সেতেতু স্বেচ্ছাসেবকদেরও তাই করতে হবে।

এই তো……… আর কিছু মনে পড়ছে না। পরে মনে পড়লে আরও জানাব।
যোগাযোগ করুন: www.onubad.tutobd.com এ। কোন প্রশ্ন বা মতামত থাকলে এখানে রিপ্লাই দিন। 



Re: অনুবাদ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক আহবান

"বিভিন্ন স্ক্রীপ্ট" কথাটির  একটু বিস্তারিত বর্ণনা চাচ্ছি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: অনুবাদ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক আহবান

sawontheboss4 wrote:

"বিভিন্ন স্ক্রীপ্ট" কথাটির  একটু বিস্তারিত বর্ণনা চাচ্ছি

ধরুন পানবিবি, মাইবিবি, পিএইচপিবিবিসহ বিভিন্ন পিএইচপি স্ক্রীপ্ট।



Re: অনুবাদ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক আহবান

আমি রাজি কারণ আমি পান বিবি এর অনেক গুলা নিজেই করছি।  (y)

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: অনুবাদ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক আহবান

sawontheboss4 wrote:

আমি রাজি কারণ আমি পান বিবি এর অনেক গুলা নিজেই করছি।  (y)

অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে দলে ভেড়ালাম!!  ;q  ;q  ;q



Re: অনুবাদ প্রকল্পের জন্য স্বেচ্ছাসেবক আহবান

আছি আমিও ! ভুইলেন না!  =D

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif