Topic: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপিকা

http://www.chobimohol.com/image-905E_4C0E45D2.jpg


৩২ বছর বয়সী ফরাসি সংবাদ উপস্থাপিকা ম্যালিসা থিউরিয়াউ পরপর তিনটি পুরস্কার জিতেছেন। তিনি তার পেশাদারিত্ব এবং ব্যাতিক্রমী সংবাদ উপস্থাপনার কারণে এসব পুরস্কার পান। দ্য ডেইলি এক্সপ্রেস-এর এক জরিপে তিনি বছরের সবচেয়ে সুন্দরী সংবাদ প্রতিবেদকের পুরস্কারও পান। এছাড়া ম্যাক্সিম ম্যাগাজিনের ফরাসি সংস্করণে বছরের সবচে আবেদনময়ী সংবাদ উপস্থাপিকা নির্বাচিত হন। এফএইচএম ম্যাগাজিন তাকে সবচে আবেদনময়ী ক্রীড়া প্রতিবেদক উপাধি দেয়। ‘ফর হিম’ নামের একটি ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর উপাধি দেয়। ম্যালিসা তার সংবাদ রচনা এবং প্রাণবন্ত উপস্থাপনশৈলির কারণে বেশ জনপ্রিয়। এসব পুরস্কারের বিষয়ে ম্যালিসা বলেন, আমি সত্যিই অভিভূত। তবে আমি এত পরিচিত হতে চাইনি।

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপিকা

আমার কাছে তো খুব একটা সুন্দরী মনে হলো না।  (n)

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপিকা

ভালৈ তো !  (y)

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপিকা

সত্যি, ওর চোখ দুটো আমার মনে ধরেছে। কি করা যায়, খোলামেলা পরামর্শ চাই  ;q  ;q

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে