Topic: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপিকা
৩২ বছর বয়সী ফরাসি সংবাদ উপস্থাপিকা ম্যালিসা থিউরিয়াউ পরপর তিনটি পুরস্কার জিতেছেন। তিনি তার পেশাদারিত্ব এবং ব্যাতিক্রমী সংবাদ উপস্থাপনার কারণে এসব পুরস্কার পান। দ্য ডেইলি এক্সপ্রেস-এর এক জরিপে তিনি বছরের সবচেয়ে সুন্দরী সংবাদ প্রতিবেদকের পুরস্কারও পান। এছাড়া ম্যাক্সিম ম্যাগাজিনের ফরাসি সংস্করণে বছরের সবচে আবেদনময়ী সংবাদ উপস্থাপিকা নির্বাচিত হন। এফএইচএম ম্যাগাজিন তাকে সবচে আবেদনময়ী ক্রীড়া প্রতিবেদক উপাধি দেয়। ‘ফর হিম’ নামের একটি ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর উপাধি দেয়। ম্যালিসা তার সংবাদ রচনা এবং প্রাণবন্ত উপস্থাপনশৈলির কারণে বেশ জনপ্রিয়। এসব পুরস্কারের বিষয়ে ম্যালিসা বলেন, আমি সত্যিই অভিভূত। তবে আমি এত পরিচিত হতে চাইনি।
সূত্র : এখানে