Topic: যমজ সন্তানের মা হচ্ছেন সেলিন ডিওন
সঙ্গীত তারকাদের অন্ত:সত্বা হওয়ার একের পর এক খবর পাওয়া যাচ্ছে সর্বশেষ তাতে যোগ দিলেন ক্যানাডার সঙ্গীত তারকা সেলিন ডিওন।যদিও সেলিন ডিওন এবং তার স্বামী রেনে অ্যাঙ্গেলির নয় বছরের এক ছেলে রয়েছে। তাতে কী? মা হওয়ার বাসনা যায়নি ৪২ বছর বয়স্ক এই সঙ্গীত তারকার।গত বছর একবার কৃত্রিমভাবে গর্ভধারণের চেষ্টা করেছিলেন ডিওন? কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সে সময় তা ব্যর্থ হয়। এরপরও হাল ছাড়েননি ডিওন। অবশেষে, কৃত্রিমভাবে গর্ভধারণও করেন তিনি। তাঁর স্বামী এবং ম্যানেজার অ্যাঙ্গেলি এই খুশির খবর জানিয়ে বলেছেন, আমরা খুবই আনন্দিত। সেলিন আশা করছেন ভালোভাবেই সবকিছু হবে।সে আশা করছিলেন একটি শিশুর, কিন্তু আমরা জানতে পেরেছি সেলিন যমজ বাচ্চার মা হতে চলেছেন।তবে অনাগত সন্তান দুজন ছেলে নাকি মেয়ে- তা আর কয়েকদিন পরেই জানা যাবে বলে জানিয়েছেন অ্যাঙ্গেলি। জানা গেছে, সেলিন ডিওন এই মুহুর্তে ১৪ সপ্তাহের অন্ত:সত্বা। পাঁচ বার গ্র্যামি বিজয়ী তারকা সেলিন ডিওনের মা হওআর এই অদম্য বাসনা পশ্চিমা সমাজ সম্পর্কে বর্তমান ধারণা হয়তো কিছুটা হলেও পাল্টে দেবে।
সূত্র: এখানে
Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।