Topic: মুভি রিভিউ : দি স্পাই নেক্সট ডোর (২০১০)

http://www.chobimohol.com/image-265A_4C0515B8.jpg
মুভি রিভিউ : দি স্পাই নেক্সট ডোর (২০১০)
IMDB রেটিং: ৫.২
ব্যক্তিগত রেটিং: ৮
গতকাল দেখলাম জ্যাকী চ্যান অভিনীত এ বছরের মুভি দি স্পাই নেক্সট ডোর। জ্যাকী চ্যান মানেই অসম্ভব সব মারামারির দৃশ্য আর দম ফাটানো হাসি।

কাহিনী সংক্ষেপ: ছবিতে "বব হোর" চরিত্রে অভিনীত চ্যান এবং তার প্রতিবেশী এক মা এবং তার ৩ সন্তান কে নিয়ে মূল ঘটনার সূত্রপাত। হাবাগোবা দেখতে জ্যাকী চ্যান যে একজন স্পাই তা স্বামীহারা মা(Amber Valletta) তা জানেনা, তবে মন থেকে সে বব কে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। কিন্তু অন্যদিকে পিচ্চি ৩ টার কোনভাবেই বব কে পছন্দ নয়। রাশিয়ান এক চোরাচালানকারীর দল কে ধরে শেষ মিশন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় বব। এদিকে বাবার অসুখে পিচ্চি ৩ টা কে ববের কাছে রেখে, সে বাবার সঙ্গে দেখা করতে যাই। মজার শুরুটা এখানেই। ৩ পিচ্চি কে সামাল দিতে হিমসিম খেতে হয় বব কে। তারপরও চলতে থাকে বাচ্চাদের মন যোগানোর চেষ্টা। রাশিয়ান স্মাগলার কে ধরেও, পালিয়ে যায় পথ মধ্যে। সে বব কে খুজে বের করার সিদ্ধান্ত নেয় বব কে, এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। অন্যদিকে তাদের মা ও এর মধ্যে জেনে ফেলে বব একজন স্পাই, এবং তার সন্তানেরা রয়েছে জীবনের ঝুকির মধ্যে! শুরু হয় ক্লাইম্যাক্স! প্রেমের সম্পর্ক মুহূর্তে চুরমার।  বব কী পারবে শত্রুদের থেকে বাচ্চাদের বাচাতে, প্রেমিকার মন জিততে? জানতে হলে দেখুন।

একটু বাচ্চা টাইপ এর অ্যাক্শন আর হাসির এই ছবিটির পরিচালক : ব্রায়ান লেভাণ্ট
গল্পকার: Jonathan Bernstein & James Greer and Gregory Poirier

ডাউনলোড লিংক: এখানে

পাসওয়ার্ড :  dnh

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মুভি রিভিউ : দি স্পাই নেক্সট ডোর (২০১০)

দারুন রিভিউ!  :তালি:  :তালি:  ধন্যবাদ!   =D

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: মুভি রিভিউ : দি স্পাই নেক্সট ডোর (২০১০)

১ মাস আগে ডাউনলোড করছি,এখনো দেখা হয়নি।  :-x

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg