Topic: এবার ইমন-নওশীন ...

http://www.chobimohol.com/image-9A05_4C039759.jpg
মডেলিংয়ের সঙ্গে জড়িত তারা অনেকদিন ধরেই। সেইসঙ্গে অভিনয়েও। কিন্তু নাটকে একসঙ্গে অভিনয় করলেও এই প্রথম একসঙ্গে মডেলিং করতে যাচ্ছেন ইমন এবং নওশীন। কোমল পানীয় ইউরোকোলার নুতন একটি বিজ্ঞাপনে কাজ করতে আগামীকাল মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারা। সেখানেই বিজ্ঞাপনটির শুটিং হবে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন মুম্বাইয়ের বিজ্ঞাপন নির্মাতা সিদ্ধার্থ। বিজ্ঞাপনে কাজ করা সম্পর্কে নওশীন বলেন, এর আগে আমি ইমনের নাটকে কাজ করেছি। খুব কোঅপারেটিভ একজন মানুষ ইমন। ইমন বলেন, আশা করি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে কারণ বিজ্ঞাপনটির থিম খুব চমৎকার। গত ১৫ দিন ইমন ও নওশীন আমেরিকায় ছিলেন ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করার কারণে।
গত ২৯ মে ভোরে তারা দেশে ফিরেছেন। নওশীন জানান আগামী ৭ জুন দেশে ফেরার পর তিনি ২৫ জুন আবারো আমেরিকা যাবেন।

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: এবার ইমন-নওশীন ...

কেন জানিনা ইমন ছেলেটার অভিনয় আমার কাছে ভাল লাগে না, আনাড়ী মনে হয়

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: এবার ইমন-নওশীন ...

অচেনাকেউ wrote:

কেন জানিনা ইমন ছেলেটার অভিনয় আমার কাছে ভাল লাগে না, আনাড়ী মনে হয়

বাহহ ! বেশ মিল তো !
সেম হেয়ার!  =D

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: এবার ইমন-নওশীন ...

কোত্ত ব্যস্ত !!!! big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg