Topic: এবার ইমন-নওশীন ...
মডেলিংয়ের সঙ্গে জড়িত তারা অনেকদিন ধরেই। সেইসঙ্গে অভিনয়েও। কিন্তু নাটকে একসঙ্গে অভিনয় করলেও এই প্রথম একসঙ্গে মডেলিং করতে যাচ্ছেন ইমন এবং নওশীন। কোমল পানীয় ইউরোকোলার নুতন একটি বিজ্ঞাপনে কাজ করতে আগামীকাল মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তারা। সেখানেই বিজ্ঞাপনটির শুটিং হবে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন মুম্বাইয়ের বিজ্ঞাপন নির্মাতা সিদ্ধার্থ। বিজ্ঞাপনে কাজ করা সম্পর্কে নওশীন বলেন, এর আগে আমি ইমনের নাটকে কাজ করেছি। খুব কোঅপারেটিভ একজন মানুষ ইমন। ইমন বলেন, আশা করি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে কারণ বিজ্ঞাপনটির থিম খুব চমৎকার। গত ১৫ দিন ইমন ও নওশীন আমেরিকায় ছিলেন ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করার কারণে।
গত ২৯ মে ভোরে তারা দেশে ফিরেছেন। নওশীন জানান আগামী ৭ জুন দেশে ফেরার পর তিনি ২৫ জুন আবারো আমেরিকা যাবেন।
সূত্র : এখানে