Topic: আবারও শহীদ-কারিনা

http://www.chobimohol.com/image-6584_4C0392E3.jpg
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন কারিন এবং শহীদ। সাবেক এই প্রেমিক-প্রেমিকাকে মিলেঙ্গে মিলেঙ্গে শিরোনামের ছবিতে দেখতে পাবেন দর্শকরা। বনি কাপুর প্রযোজিত এ ছবিটি মুক্তি পাবে ৯ জুলাই। শহীদ এবং কারিনা যখন চুটিয়ে প্রেম করতেন তখন ছবিটির কাজ শুরু হয়। কিন্তু দুজনার সম্পর্কে ফাটল ধরার পরই ছবিটির কাজ নিয়ে প্রযোজককে ভোগাতে শুরু করেন। বনি কয়েক দফা কারিনার কাছে সিডিউল চাওয়ার পরও তিনি তাকে ঠিকমত সময় দেননি। এ কারণেই ছবিটির কাজ শেষ করতে এত সময় লেগেছে। এরপর ছবিটির প্রচারণার জন্য সময় চাইলেও অভিনেত্রী প্রযোজককে নানা অজুহাত দেখিয়ে পাশ কেটে গিয়েছেন। কারিনার সব রকম অসহযোগিতার পরও ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। অনেকদিন পর এই জুটিকে দর্শকরা কীভাবে নেবেন—এটিই এখন দেখার বিষয়।

সূত্র : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আবারও শহীদ-কারিনা

sawontheboss4 wrote:

অনেকদিন পর এই জুটিকে দর্শকরা কীভাবে নেবেন—এটিই এখন দেখার বিষয়।

দর্শকরা  ভালই মজা নেবে,
এমনকি শহীদ-কারিনাও, তাদের স্মৃতি রোমন্থনের একটা সুযোগ  অন্ততঃ তারা পাবে;
বাস্তবে বর্তমান সম্পর্ক যা-ই থাকুক না কেন !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।