Topic: পানিতে বিশেষ ধ্বনি ব্যবহার করে কচ্ছপ
বিচিত্র পৃথিবী। বিচিত্র পৃথিবীর মানুষ, প্রাণীকুল। বিচিত্র এদের আচরণ। প্রাণীকুলের অনেক রহস্য এখনও অজানা। এই রহস্য উদঘাটনে বিজ্ঞানীদের ঘুম হারাম। তারা নিরন্তর কাজ করে যাচ্ছেন এসব রহস্য উদঘাটনে। সফল হয়েছেন। হচ্ছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী আবিষ্কার করেছেন কচ্ছপের বিশেষ ধ্বনি। এই ধ্বনি ব্যবহার করেই পানিতে সমগোত্রীয় প্রাণীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এটি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ভিয়েনায় পিএইচডি করছেন প্রাণীবিদ এগন হেইস। তিনি বলেন, এক ধরনের কচ্ছপ পানিতে মাসের পর মাস অবস্থান এবং শ্বাস নিতে অসাধারণ এক অঙ্গ ব্যবহার করে। বিজ্ঞানীরা বলছেন, খাদ্য গ্রহণ অপেক্ষা অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এবং আরও কিছু সমস্যা সমাধানে কচ্ছপ এই বিশেষ ধ্বনি ব্যবহার করে। আর এভাবেই মাসের পর মাস পানিতে অবস্থান করে এটি।
এগন হেইস বলেন, এ বিষয়টি আবিষ্কার করার পর আমি সত্যিই বিস্মিত। আমি এটা সত্যিই আশা করিনি। মিঠা পানির কচ্ছপের (দক্ষিণ কানাডা ও পূর্বাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের নদী ও খালে বাস করে এমন কচ্ছপ) খাদ্যাভ্যাস গবেষণা করার সময় হেইস ও তার সহকর্মীরা বিষয়টি নিশ্চত হন। তারা বলেন, প্রাপ্তবয়স্ক কচ্ছপ জীবনের বেশিরভাগ সময় কাটায় পানিতে। তবে জুবেনিলিস প্রজাতির কচ্ছপ মাঝেমধ্যে খাবারের জন্য স্থলে আসে।
খাবারের দৃশ্য চিত্রায়ন করার সময় এ প্রজাতির কচ্ছপের মধ্যে তারা ভিন্ন কিছু লক্ষ্য করেন। তারা দেখতে পান, খাবার পেলেই এরা খেতে পারে না। পানিতে এ খাবারের পিঠে গর্ত বা আঘাত করে খাওয়ার উপযোগী করা হয় এবং এর পরই কেবল তারা এটা খেতে পারে। ভূখণ্ডের বাইরে এরা খাবার ধরতে ভিন্ন কৌশল অবলম্বন করে।
গভীর পর্যবেক্ষণে দেখা গেছে, সাধারণ কচ্ছপের দুর্বল ছোট ধ্বনি আছে। এটি এক ধরনের বিশেষ কোষের মধ্যে থেকে তৈরি হয়। আর এ কোষকে বলা হয় প্যাপিলাই। পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, এই কোষগুলো কচ্ছপের কণ্ঠনালির চারদিকে থাকে। শ্বাস নেয়ার জন্য, বিশেষ করে পানিতে বিচরণ করার সময় চারপাশে থাকা অক্সিজেন নিতে এই কোষগুলো ব্যবহার করে এরা। হেইস বলেন, আমরা জানতাম, এ কাজের জন্য একটা বিশেষ অঙ্গ ব্যবহার করে এরা। কিন্তু দৈবক্রমে আমরা এটা অবিষ্কার করতে সক্ষম হই। গবেষকরা বলছেন, কিছু প্রজাতির কচ্ছপ পানিতে একেবারেই শ্বাস নিতে পারে না। এ প্রজাতির কচ্ছপ হচ্ছে মেরিন। প্রায় প্রতি ঘণ্টায়ই এরা শ্বাস নিতে পানিতে ভেসে ওঠে। মিঠা পানির অনেক প্রজাতির কচ্ছপও পানিতে শ্বাস নিতে পারে না। তবে অন্যরা এ কাজটি করে থাকে চামড়ার মাধ্যমে।
অস্ট্রেলিয়ার সাইড লেকেও কচ্ছপ ক্লওক্যাল ব্যবহার করে পানিতে শ্বাস নেয়। তবে মাস্ক প্রজাতির কচ্ছপের চামড়া মোটা। ফলে ক্লওক্যাল ব্যবহার করে এরা পানিতে শ্বাস নিতে পারে না।
হেইস বলেন, এ প্রজাতির কচ্ছপ ভূপৃষ্ঠে না এসে কীভাবে মাসের পর মাস পানিতে থাকে তা রহস্যজনক। কেননা তারা চামড়ার সাহায্যেও শ্বাস নিতে পারে না।
সূত্র : এখানে