Topic: চে গুয়েভারাকে নিয়ে গাইলেন কানিজ সুবর্ণা
বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারাকে নিয়ে গান গাইলেন শিল্পী কানিজ সুবর্ণা। কিউবান লোকজ সুরে কিউবান সঙ্গীতগুরু কার্লোস পুয়েবলার বিখ্যাত সুর এটি। গানটির সঙ্গীত করেছেন ফুয়াদ নাসের বাবু। কথা লিখেছেন পারভেজ চৌধুরী। এই বিপ্লবী নেতাকে নিয়ে গান গাওয়ার অনুভূতি জানাতে গিয়ে কানিজ সুবর্ণা বলেন, ‘অনেক ভালো লাগছে গানটি করতে পেরে। আমি অনেক গান গেয়েছি এই জীবনে। চে গুয়েভারার মতো একজন আন্তর্জাতিক নেতাকে নিয়ে গান গেয়ে অন্য রকম প্রশান্তি অনুভব করছি।’ গানের মিউজিক নিয়ে বলেন, ‘বিদেশী সুরের এই গানটি ফুয়াদ নাসের বাবু চমৎকার করে তৈরি করেছেন। আশা করছি সঙ্গীতপ্রেমীদের কাছে ব্যাপারটি আকর্ষণীয় হবে।’
নিজের অন্যান্য গান প্রসঙ্গে তিনি বলেন, পারিবারিক এবং সাংসারিক ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই গান গাওয়ার বিষয়টিতে সময় দিতে সমস্যা হয়েছে। তবে এখন থেকে গানের প্রতি বিশেষ সময় দেবেন বলে তিনি জানিয়েছেন।
গানটি আগামী ১৪ জুন চে গুয়েভারার জন্মদিন উপলক্ষে দেশ টিভি’র বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হবে।
সূত্র : এখানে