Topic: যে কারণে বাংলাদেশে ফেসবুক বন্ধ
গতকাল 29-5-2010 তারিখে সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার আপত্তিজনক ছবি ফেসবুক এ আপলোড করার পর বিটিআরসি এই ব্যবস্থা গ্রহণ করে।
ব্যাপারটি খুবই হাস্যকর, অনেকটা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মত। :jaw-dropping:
আমরা অবশ্য ফ্রী VPN সফ্টওয়্যার ব্যবহার করে বেশ আরমার করেই ফেসবুক চালাচ্ছি। :jaw-dropping:
বিডি নিউজ এর খবর:
ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক শনিবার বন্ধ (ব্লক) করেছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) প্রধান প্রযুক্তি কর্মকর্তা বিপ্লব চাকমা রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি চিঠির প্রেক্ষিতে ফেইসবুক বন্ধ করা হয়েছে।"
ওয়েবসাইটটি সাময়িরকভাবে বন্ধ (ব্লক) করা হয়েছে বলে রাত পৌনে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিটিআরসি'র নামপ্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
চেকফেইসবুক.কম (পযবপশভধপবনড়ড়শ.পড়স) সাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা আট লাখ ৭৬ হাজার ২০।
ফেইসবুক আবার কখন উন্মুক্ত করা হবে সে বিষয়ে আগামীকাল (রোববার) অফিসে যাওয়ার পর তথ্য দিতে পারবেন বলে জানান বিপ্লব।
চিঠিটি কোন্ কর্র্তৃপক্ষের তরফ থেকে এসেছে সে বিষয়ে কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।
ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে শনিবার ভোরে একজনকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইটটি বন্ধ (ব্লক) করা হয়।
সন্ধ্যা ৭টার পর থেকে ফেইসবুক খুলতে না পেরে বিভিন্ন স্থান থেকে টেলিফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চান এর ব্যবহারকারীরা।
২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফেইসবুক। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক যুকেরবার্গ এবং তার সহপাঠী এদুয়ার্দো সাভেরিন, দুস্তিন মোস্কোভিৎয ও ক্রিস হিউজ এর প্রতিষ্ঠাতা। শুরুতে এতে শুধু হার্ভাডের শিক্ষার্থীরাই যুক্ত হতে পারতেন।
চেকফেইসবুক.কম (পযবপশভধপবনড়ড়শ.পড়স) সাইটের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ১২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার চারশ ২০ জন সাইটটি ব্যবহার করেন। ব্যবহারকারীর হিসেবে এটি সর্বোচ্চ।
পাকিস্তান সিরিয়া, চীন, ভিয়েতনাম ও ইরানেও ওয়েবসাইটটি সাময়িক বন্ধের (ব্লক) শিকার হয়।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে রাজধানীতে মাহবুব আলম রডিন নামে এক যুবককে গ্রেপ্তার করে র্যাব।
ওই যুবকের বিরুদ্ধে একাধিক আইডি ব্যবহার করে নানা ধরনের সাইবার অপরাধ করার অভিযোগ করে র্যাব।
শুক্রবার কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ফেইসবুক বন্ধের দাবি জানায়। দুপুরে মুক্তাঙ্গনে এক সমাবেশে এ দাবি জানানো দলগুলো হলো� ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন।
এ দাবিতে দলগুলো ২৮ জুন হরতাল করারও ঘোষণা দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ফেইসবুক বন্ধ করা বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমন হতেই পারে। যারা এটি ব্যবহার করেন তাদের আচরণ দায়িত্বশীল না হওয়ায় এরকম সমস্যা হয়েছে।"
এধরনের প্রযুক্তি ব্যবহার করে যারা কোনো গোষ্ঠী বা ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা বা মর্যাদা ক্ষুণ� করে তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার তাগিদ দেন তিনি।
ফেইসবুকের একজন ব্যবহারকারী বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক এম লুৎফুল কবীর।
ওয়েবসাইটটি বন্ধ করার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফেইসবুকের কারণে কোনো গোষ্ঠী বা কেউ ক্ষতিগ্রস্থ হলে বা সামাজিক সমস্যা হলে তা সরাসরি ফেইসবুক কর্তৃপক্ষকে জানানো উচিত যেন কর্তৃপক্ষ তাদের উল্লেখিত কনটেন্ট (বিষয়) সাইট থেকে সরিয়ে ফেলে।"
তিনি বলেন, "এরকম বন্ধ (ব্লক) করার বিষয়টি সাময়িকভাবে হতে পারে। তবে কোনোভাবেই তা স্থায়ী হওয়া শোভন নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এলএইচ/এমএইচসি/পিডি/২২৫৪ ঘ.