Topic: আজ হাতে পেলাম উবুন্টুর 10.04 LTS ডেস্কটপ এডিশন
সারাদিন ক্লাস করে ক্লান্ত শ্রান্ত হয়ে রুম এ আসি। এসে কোনরকম ব্যাগ টা রেখেই গোসলে যেতে হয়। কিন্তু আজ রুম এ ঢুকতেই দেখি বিদেশী একটা প্যাকেট রুম এর দরজার ফাক দিয়ে কে যেন ঢুকিয়ে দিয়ে গেছে। কারণ রুম এ তো সকালে কেও ছিল না।
বুঝতেই পড়ছেন কী পরিমাণ খুশি হলাম। কারণ আমার হাতে চলে এসেছে Ubuntu এর ডেস্কটপ এডিশন এর সিডি।
সিডি এর আউটলুক টা খুব এ joss লাগছে। তাই সিডি টা বের করে স্ক্যানার দিয়ে স্ক্যান করে শেয়ার করলাম।
এখন শুধু চালানোর অপেক্ষা। কার লাগলে আওয়াজ দিবেন। :cloud9: