Topic: মাইক্রোসফ্ট ILIT দিয়ে বাংলা লিখুন খুব সহজে
ফোরামের নতুন নিয়ন্ত্রক সাইফ দি বস 7 এর কল্যাণে আমরা আজ (২৫ - ২ - ২০১০ ইং) আমাদের ফোরামে যুক্ত করতে পেরেছি মাইক্রোসফ্ট এর ILIT টূল টি। এখন কোনও ঝামেলা ছাড়াই আপনি বাংলা লিখতে পারবেন। আর যারা আগে থেকেই বাংলা লেখার জন্য অভ্র বা ILIT টূল (ডেস্কটপ ভার্সন) ব্যবহার করছেন, তারা ও কোনও সমস্যা ছাড়াই তা ব্যবহার করতে পারবেন।
এখন আশা যাক এটি কিভাবে বাবহার করবেন । কিছু লেখার সময় আপনি বক্স এর কোনই ছোট্ট করে "অ" লেখাটি দেখতে পাবেন
তার মনে ILIT টূল টি চালু রয়েছে।
তাতে ক্লিক করলে
দেখতে পাবেন, অর্থাত্ তা বন্ধ হয়ে গেল।
কোনো ইংগ্লিশ লেখা : আপনি যদি লেখেন "apni jodi lekhen" তবে এটা নিজে থেকেই "আপনি যদি লেখেন" করে নেবে।
তবে লেখার সাথে সাথে টা বাংলাতে কনভার্ট হবে না, আপনি লিখে স্পেস চাপ দেবার পর বাংলা হবে
তারপর যদি কোনও ভুল করেন, লেখার উপর ক্লিক করুন : যেমন মনে করুন "ব্যবহার" লিখতে বারবার "বাবহার" হয়ে যাচ্ছে। "বাবহার" লেখার উপর ক্লিক করলে বাবহার অন্য শব্দ দেবার অপ্শন পাবেন, কিন্তু তাতেও যদি আপনার শব্দটি না থাকে তবে এডিট অপ্শন এ যান
। এরকম দেখতে পাবেন
এখন মাউস দিয়ে খুব সহজেই আপনার কাঙ্খিত শব্দটি লিখতে পারবেন।
আসুন আরেকবার ধন্যবাদ দেই, সাইফ দি বস কে