Topic: বাঁচতে হলে জানতে হবে।
বাঁচতে হলে জানতে হবে। সরকারের পক্ষ থেকে এই জাতীয় স্লোগান ও টপিকটি দেখেই আশা রাখি আপনারা বুঝতে পারছেন বিষয়টা কি হতে যাচ্ছে।জি হ্যা এইডস-ঘাতক ব্যাধি। AIDS সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি,কিন্তু এই বিষয়ে যাতে সবারই কিছুটা স্বচ্ছ ধারনা থাকে সে জন্যই আমার এই পোস্টটি।
AIDS কি :- Acquired immune deficiency syndrome কে সংক্ষেপে AIDS বলে যা আমাদের শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে(immune system) ধ্বংস করে দেয়।এটি একটি ভাইরাস ঘটিত অসুখ।ভাইরাসটির নাম-HIV(Human immunodeficiency virus)।HIV ভাইরাস নিজে নিজে বেড়ে উঠতে পারে না,এর জন্য তার দরকার হয় পোষক দেহের।
HIV ও AIDS এর মধ্যে কানেকশন:-HIV ভাইরাস যখন মানুষের শরীরের রোগ-প্রতিরোধকারী কোষগুলো(T-lymphocyte cell) ধ্বংস করে দেয় তখন যে রোগের দেখা দেয় তাকেই AIDS বলে।সাধারণত একজন মানুষের দেহে HIV ভাইরাস আক্রমণ করার প্রায় ১০ বছর পর এটাকে AIDS রোগ বলা যায়।কিন্তু কেউ যদি অপুষ্টিজনিত রোগে ভুগে তবে তার শরীরে আর দ্রুত AIDS ডেভেলপ করবে।রক্ত পরীক্ষার মাধ্যমে যার শরীরে HIV ভাইরাসটি তাকে "HIV-Positive" ব্যক্তি বলা হয়।
HIV ভাইরাস
কিভাবে HIV ভাইরাস ছড়ায়:- HIV ভাইরাস মিউকাস মেমব্রেন(মুখ,ঠোঠ ,নাক,পায়ুপথ,গ্লান্স পেনিস,যোনির বাইরের অবরন) ,রক্ত,সিমেন,যোনিরস অথবা মায়ের দুধের মাধ্যমে মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে।
বিশ্বে HIV-Positive/AIDS রোগীর সংখ্যা:-২০০৯ সালে UNAIDS কতৃক প্রকাশিত তথ্য মতে জানা যায়,বিশ্বে HIV-Positive/AIDS রোগীর সংখ্যা ৩১.১-৩৫.৮ মিলিয়ন(প্রায়) যার মধ্যে প্রায় ২.১ মিলিয়ন শিশু।
১৯৮১ সালের পর থেকে এখন পর্যন্ত AIDS রোগে মৃত ব্যক্তির সংখ্যা প্রায় ২৫ মিলিয়ন।
শুধু আফ্রিকাতেই বর্তমানে ১৪ মিলিয়ন AIDS এর কারণে এতিম শিশু রয়েছে। ২০০৮ সালের শেষে দেখা যায় প্রায় ১৫.৭ মিলিয়ন মহিলা(প্রায়৫০%)HIV-Positive/AIDS রোগে আক্রান্ত।
নীচে এই বিষয়ে UNAIDS এর জরিপ(২০০৮ সালের) সংক্ষিপ্ত আকারে দেওয়া হল:-
HIV-Positive/AIDS রোগী সংখ্যা গড়
People living with HIV/AIDS 33.4 million 31.1-35.8 million
Adults living with HIV/AIDS 31.3 million 29.2-33.7 million
Women living with HIV/AIDS 15.7 million 14.2-17.2 million
Children living with HIV/AIDS 2.1 million 1.2-2.9 million
People newly infected with HIV 2.7 million 2.4-3.0 million
Children newly infected with HIV 0.43 million 0.24-0.61 million
AIDS deaths 2.0 million 1.7-2.4 million
Child AIDS deaths 0.28 million 0.15-0.41 million
আমাদের প্রতিবেশী দেশ ভারতে এই সংখ্যা ২.৩ মিলিয়ন যা দিন দিন উল্লেখযোগ্যহারে বেড়েই চলেছে।
UNICEF এর জরিপ অনুযায়ী বাংলাদেশে এই সংখ্যা ১১-১৯ হাজার,২০০৮ পর্যন্ত মৃতের সংখ্যা ৫০০ এর উপরে।
উপসর্গ:-
১। Palmonary infections(ফুসফুসে ইনফেকশন)
a. Pneumocystis pneumonia(a lung infection)(লাল চিহ্নিত সমস্যাগুলো কমন)
b. Tuberculosis
c. Tumors
২। Gastrointestinal infections(অন্ত্রে ইনফেকশন)
a.Esophagitis
b.Chronic diarrhea
৩। Neurological and psychiatric involvement(স্নায়ুজনিত সমস্যা)
a. Toxoplasmosis
b. Cryptococcal meningitis
c.Cervical cancer
৪।a.Kaposi's sarcoma (a skin cancer)
Kaposi's sarcoma
b.CMV (Cytomegalovirus)-(an infection that usually affects the eyes)
c.Nausea
d.Vomitting
e.Weakness
f.Lymphoma
টেস্ট:-
১। HIV antibody test
২। P24 antigen test
৩। Polymerase Chain Reaction(PCR) test
৪। CD4 test
৫। Viral load test
প্রতিরোধ:- এখন পর্যন্ত AIDS রোগ থেকে সম্পূর্ণভাবে নিরাময়ের কোনও ব্যবস্থা আবিষ্কার হয়নি। প্রতিরোধই এই রোগ থেকে বাঁচার সর্বোত্তম উপায়।
১। কারও কাছ থেকে রক্ত নেওয়ার আগে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে বিনাপরীক্ষায় প্রফেশনাল রক্তদাতাদের কাছ থেকে রক্ত নেওয়া হয় য খুবই বিপদজনক। তাই যেকোনো কারণেই হোক আত্মীয়দের কাছ থেকে রক্ত নেওয়া সবচেয়ে নিরাপদ ও ভালো।
২। অবৈধ যৌন সম্পর্ক থেকে বিরত থাকতে হবে।
৩। যৌন সম্পর্কের সময় কন্ডোম ব্যবহার করতে হবে+থুথুর মাধ্যমেও যেহেতু AIDS ছড়াতে পারে তাই সেদিকেও লক্ষ্য রাখা উচিত।
৪। সর্বোপরি ধর্মীয় অনুশাসন মেনে চলার কোনই বিকল্প নেই যার প্রমাণ মুসলিম দেশগুলো যেখানে AIDS রোগীর সংখ্যা খুবই কম।
চিকিৎসা:-AIDS সম্পূর্ণ সরানো না গেলেও বিভিন্ন ওষুধ ব্যবহার করে HIV ভাইরাসের বৃদ্ধি রোধ করা যায়(HIV ভাইরাসের রেপ্লিকেশন ক্ষমতা বন্ধ করে দেয়) । যেমন-
* antiretrovirals অথবা
* anti-HIV or anti-AIDS drugs
১। Multi-class Combination Products:-Atripla
২। Nucleoside Reverse Transcriptase Inhibitors (NRTIs):-
a.Combivir
b. Emtriva
c. Retrovir
d. Trizivir
৩। Nonnucleoside Reverse Transcriptase Inhibitors (NNRTIs):-
a.Intelence
b.Rescriptor
৪।Protease Inhibitors (PIs):-
a.Agenerase
b.Aptivus
৫।Entry Inhibitors - CCR5 co-receptor antagonist:- Selzentry
৬।HIV integrase strand transfer inhibitors:- Isentress
লেখাটি অনেক বড় হয়ে গেলো। কষ্ট করে যারা পড়বেন তাদেরকে ধন্যবাদ।