(edited by উপল BD 2010-04-01 01:35:25)

Topic: জিমেইলকে ব্যবহার করুন ফোনেটিক বাংলা কি-বোর্ড হিসেবে।

জিমেইলে যারা ফোনেটিক বাংলা লিখতে চান তাদের জন্য এই টপিকটি।অর্থাৎ Ami = আমি, এরকম।
এজন্য আপনাকে প্রথমে জিমেইলে লগ-ইন করতে হবে। তারপর Settings এ গিয়ে Show all language options এ ক্লিক করে বাংলা সিলেক্ট করুন।এরপর Enable Transliteration – type using phonetic English তে টিক চিহ্ন দিন এবং Default transliteration language বাংলা সিলেক্ট করুন।

1st step:-

http://j.imagehost.org/0972/2010-04-01_00-50_Gmail0.jpg

2nd step:-

http://j.imagehost.org/0071/2010-04-01_01-15_Gmail4.jpg
Save Changes দিয়ে বের হয়ে আসুন।



3rd step:-

এবার Compose Mail এ গিয়ে Formatting বার এর বাম দিকে “অ” অক্ষরটির উপর ক্লিক করুন।আপনি যা লিখতে চান তা লিখুন। স্পেস দেবার পর তা বাংলা ফোনেটিকে রুপান্তরিত হবে। যেমন Ami Bangladshi  লিখে স্পেস দেবার পর তা “আমি বাংলাদেশী” দেখাবে।

http://j.imagehost.org/0302/2010-04-01_00-47_Gmail_2.jpg

আবার ইংরেজিতে ফিরে যেতে চাইলে Settings এ গিয়ে Enable Transliteration – type using phonetic English এর উপর থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Save Changes দিলেই আগের অবস্থায় ফিরে যাবে।
ধন্যবাদ।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: জিমেইলকে ব্যবহার করুন ফোনেটিক বাংলা কি-বোর্ড হিসেবে।

আরে জটিল! ইয়াহু যেহেতু এখন ও এই সুবিধা দিতে পারে নাই, জিমেইল Rocks!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: জিমেইলকে ব্যবহার করুন ফোনেটিক বাংলা কি-বোর্ড হিসেবে।

আমারও একটা লেখা ছিল এরকম http://ronyiut.wordpress.com/2009/10/17 … oard-html/

সুখবর হচ্ছে দোস্ত শান্তনু ব্রাউজারের জন্য একটা প্লাগিন বানাইছে যেটা দিয়ে সহজেই লিখা যায়ঃ http://techtunes.com.bd/web-development/tune-id/20966/

তাছাড়া গুগল ট্রান্সলিটেরেশান তো আছেই  big grin

------------------------------------------
শ্রাবণ দিনে মনের কোনে শ্রাবনীই খেলে যায়
শ্রাবণ দিনে শ্রাবনীই চিনে শ্রাবণের অন্তরায়।