Topic: সুন্দরী নারী স্বাস্থ্যের জন্য হুমকি !

http://www.rongmohol.com/uploads/1625_dreamgirl.jpg
সুন্দরী নারীর সঙ্গ পুরুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি গবেষণায় এই তথ্য দেয়া হয়েছে। এ গবেষণায় বলা হয়, কোনো দৃষ্টিনন্দন নারীর সাক্ষাতের পাঁচ মিনিটের মধ্যে পুরুষদের মধ্যে করটিসল (যে হরমোন শারীরিক ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে) নামের এক ধরনের হরমোনের মাত্রা বেড়ে যায়। যে সব পুরুষ সাক্ষাত পাওয়া সুন্দরী নারীদের নিজেদের নাগালের বাইরে বলে মনে করেন তাদের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া আরো বেশি হয়। এতে পরবর্তী সময়ে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও পুরুষত্বহীনতা দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

মানসিক ও শারীরিক চাপের সময় করটিসল নামের হরমোনটির উৎপন্ন হয়। হিজ্ঞানীরা ৮৪ জন ছেলে শিক্ষার্থীর উপর এই গবেষণা চালান। একটি কক্ষে দু'জন করে ছাত্রকে সুডোক মেলাতে বলা হয়। কক্ষটিতে তাদের সঙ্গে একজন সুন্দরী তরুণী এবং একজন তরুণকে স্বেচ্ছাসেবক হিসেবে পাঠানো হয়। এ দু'জনই ছাত্রদের নিকট ছিল অপরিচিত। বিজ্ঞানীরা বলেছেন, যখন মেয়েটি স্বেচ্ছাসেবক ছেলেটিকে রেখে কক্ষ থেকে বেরিয়ে যায় তখন ওই দুই ছাত্রের করটিসলের মাত্রা স্থির ছিল। কিন্তু ছেলেটি যখন তরুণীকে রেখে বের হয় তখন ছাত্র দু'জনের করটিসল বৃদ্ধি পেতে থাকে।

গবেষনাটি থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন যে, কোনো সুন্দরী ও মোহনীয় নারীর কাছাকাছি এলে অধিকাংশ পুরুষের মধ্যে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জডিয়ে পড়ার সুযোগ এসেছে এমন ধারণার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানীরা বলেছেন, আকর্ষণীয় নারীদের সঙ্গে ৫ মিনিটের সংক্ষিপ্ত সাক্ষাতে পুরুষদেহে করটিসেল বেড়ে যেতে পারে। অল্প মাত্রায় বাড়লে করটিসল সতর্কতা সৃষ্টির মতো কিছু ইতিবাচক প্রতিক্রিয়া ফেলতে পারে। কিন্তু দীর্ঘক্ষণ বাড়তে থাকলে এটি স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে।

এ গবেষণা সম্পর্কে রামেক-এর শিক্ষার্থী তথা যারা ইতিমধ্যে ডাক্তার হয়েছেন তাদের কি মতামত !  এবং এই সমস্যা থেকে উত্তরণের উপায়ই বা কি !!

সূত্রঃ এখানে।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: সুন্দরী নারী স্বাস্থ্যের জন্য হুমকি !

আমি এ পোস্ট টা দিতে চেয়েছিলাম, আগেই দিয়ে দিলেন  :cloud9:  আসলে কর্টিসল আসলে স্ট্রেস কমায়। এখন কোনো সুন্দরী মেয়ের সামনে অপনর স্ট্রেস মানসিক বাড়তেই পারে।  :highfive:  তবে তাতে খুব বেশি ক্ষতি হবে না বলে আমার বিশ্বাস। তবে আপনি যদি সবসময় এরকম স্ট্রেস এ থাকেন, তাহলে আলাদা কথা.  :jaw-dropping:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সুন্দরী নারী স্বাস্থ্যের জন্য হুমকি !

আসুন সবার আগে জানার চেষ্টা করি কর্টিসল কি?
কর্টিসল হচ্ছে একধরনের গ্লুকোকর্টিকয়েড হরমোন যা শরীরের আড্রেনাল করটেক্স থেকে ক্ষরিত হয় মানসিক ও শারীরিক চাপের সময় অথবা রক্তে গ্লুকোকর্টিকয়েডের পরিমাণ কমে গেলে।কর্টিসলের প্রধান কাজ রক্তে গ্লূকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা ( মানসিক ও শারীরিক চাপের সময় রক্তে গ্লূকোজের পরিমাণ কমে গেলে তা বৃদ্ধি করা)।
এর আরও অনেক প্রয়োজনীয় কাজ আছে-
১। রক্তচাপ নিয়ন্ত্রণ করা।
২। ইনসুলিন নিসরণ করা।
৩। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করা।
৪। শরীরের কোথাও প্রদাহ হলে সেখানে দ্রুত রেসপন্স করা।
কর্টিসলের পরিমাণ সকল বেলায় (ভোরের দিকে)বৃদ্ধি পায় এবং রাতের বেলায় কমে যায়।
কর্টিসলের পরিমাণ নিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে -
১। শরীরে এনার্জি লেভেল বৃদ্ধি পায়।
২। ব্রেন দ্রুত কাজ করতে পারে।
৩। রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৪। কোন কারণে আঘাত পেলে কম ব্যথা অনুভূত হয়।
মানসিক ও শারীরিক চাপ বৃদ্ধি পেলে শরীরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য কর্টিসলের অবদান সবচেয়ে বেশি।
কিন্তু যদি রক্তে কর্টিসলের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পায় তখন এর অপকরিতা এর উপকারিতাকেও হার মানায়।
আসুন দেখাযাক অতিরিক্ত কর্টিসল আমাদের জন্য কি কি ক্ষতির কারণ হতে পারে-
১। উচ্চরক্তচাপ দেখা দেয় ।
২। বংশগত সমস্যার সৃষ্টি করে।
৩। রক্তে গ্লূকোজের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি করে (ডায়বেটিস হওয়ার সম্বাবনা বৃদ্ধি পায়)
৪। হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়(ফলে দৌড়াদৌড়ি ও ভারী কাজ করতে অসুবিধা হয় )
৫।  থাইরয়েডের কাজ কমিয়ে দেয়। ( থাইরয়েড হরমোনের অভাবে গলগন্ড রোগ হয় )
৬। পেটের অংশে চর্বি জমতে পারে।
৭। পাকস্থলীতে চর্বি জমতে পারে যার ফলে হার্ট-অ্যাটাক,স্ট্রোক পর্যন্ত হতে পারে।
৮। শরীরের কোন স্থানে কেটে গেলে তা ভালো হতে অনেক সময় লাগে।
তাই আমাদের উচিত কোন কিছুতেই বেশি উত্তেজিত না হওয়া।তাহলেই কর্টিসল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় কাজ সঠিকভাবে করতে পারবে ।
তাই সুন্দরী মেয়েদের সংস্পর্শে আসলে সমস্যা নেই,সমস্যা তাদের নিয়ে দীর্ঘক্ষণ চিন্তা করলে।  tongue  tongue  tongue
এরকম কারণেই আল্লাহ মেয়েদের জন্য পর্দা প্রথার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে একটি কথা আবারও প্রমাণিত হলো,আর তা হচ্ছে "বিজ্ঞানময় কুরআন"

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


(edited by অচেনাকেউ 2010-05-05 19:10:29)

Re: সুন্দরী নারী স্বাস্থ্যের জন্য হুমকি !

sawontheboss4 wrote:

আমি এ পোস্ট টা দিতে চেয়েছিলাম, আগেই দিয়ে দিলেন

স্যরি ~ বস !

@উপলে =  কৃতজ্ঞতা প্রকাশ করছি
"কর্টিসল"  সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে পোষ্টটা সমৃদ্ধ করার জন্য ।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।