Topic: আমিও এসে পড়লাম
শিরোনামটা বোধহয় ঠিক জুৎসই হল না। যাই হোক। প্রজন্ম ফোরামে যারা নিয়মিত যান তারা হয়ত আমাকে চিনতে পারেন। না চিনলেও সমস্যা নাই। আমি মাহবুব। অবশ্য ভার্চুয়াল জগৎ এ দক্ষিণের মাহবুব নামেই পরিচিত। পড়াশোনা করছি পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটার টেকনোলজীতে। আমাদের ৪র্থ বর্ষের ৮ম পর্ব চলছে। গ্রামের বাড়ী মাদারীপুরে। এই ফোরামের আত্নপ্রকাশ কোন সাইটে দেখেছিলাম তা ঠিক মনে নেই। তবে মাঝে মাঝে এসে ঘুরে যেতাম। আজ নিবন্ধন করেই পরিচয় দিয়ে ফেললাম। প্রথমদিন বহু কথা বলে ফেললাম। আশা রাখি নিয়মিত হতে পারব।