Topic: আমিও এসে পড়লাম

শিরোনামটা বোধহয় ঠিক জুৎসই হল না। যাই হোক। প্রজন্ম ফোরামে যারা নিয়মিত যান তারা হয়ত আমাকে চিনতে পারেন। না চিনলেও সমস্যা নাই। আমি মাহবুব। অবশ্য ভার্চুয়াল জগৎ এ দক্ষিণের মাহবুব নামেই পরিচিত। পড়াশোনা করছি পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটার টেকনোলজীতে। আমাদের ৪র্থ বর্ষের ৮ম পর্ব চলছে। গ্রামের বাড়ী মাদারীপুরে। এই ফোরামের আত্নপ্রকাশ কোন সাইটে দেখেছিলাম তা ঠিক মনে নেই। তবে মাঝে মাঝে এসে ঘুরে যেতাম। আজ নিবন্ধন করেই পরিচয় দিয়ে ফেললাম। প্রথমদিন বহু কথা বলে ফেললাম। আশা রাখি নিয়মিত হতে পারব।



Re: আমিও এসে পড়লাম

স্বাগতম মাহবুব ভাই।

দক্ষিণের মাহবুব wrote:

প্রথমদিন বহু কথা বলে ফেললাম।


কোনও সমস্যা নেই ভাই,আমরা বেশি কথা বলা মানুষই পছন্দ করি। (আসলে নিজেও বলি কিনা? :jump: )

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আমিও এসে পড়লাম

রামেক এর বাংলা ফোরামে স্বাগতম ।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: আমিও এসে পড়লাম

মাহবুব ভাই কে স্বাগতম, ফোরাম করে অনেকের সাথে নতুন করে পরিচিত হতে পারছি, বেশ ভালো লাগছে। ভাল থাকবেন, আশা করি নিয়মিত হবেন, এত ফোরামের ভীড়ে হারিয়ে গেলেও, মাঝে সাজে অন্য ফোরামের নিজের পোস্ট টা কপি করে দিয়ে আমাদের সাথে কিছু তথ্য শেয়ার করবেন, এতে আমাদের অনতত অনেক উপকার হবে॥  :cloud9:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আমিও এসে পড়লাম

happy  happy  happy  happy  স্বাগতম ...
একটা কথা ... মাহবুব ভাই যখন এসে গেছে এবার অফটপিকের অভাব পড়বে না ... মাহবুব ভাই আর আমি মিলে ...  :highfive:

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif