Topic: Anti Tubercular Drug এর সাইড ইফেক্ট
আজ ওয়ার্ড 13 এ গিয়েছিলাম ক্লাস করতে, এক পেশেন্ট পেলাম, যে দীর্ঘ ২৫ বছর ধরে একটানা সিগারেট খাচ্ছে, ২ বছর আগে সে টিবি পরীক্ষা করে ট্রীটমেন্ট নিচ্ছিল, আসলে তার carcinoma। দীর্ঘদিন অ্যান্টি Tubercular Drug এর সাইড Effect হিসেবে তার স্কিন রাশ উঠেছে
স্যার বললেন, এটা rare, তাই ছবি টা শেয়ার করলাম।