Topic: মায়ানমারের মুসলিম মেয়েরা কি গনিমতের মাল
মায়ানমারের মুসলমান মেয়েরা গনি মতের মাল নাকি যে মায়ানমারের সেনাবাহিনী সহ বৌদ্ধরা সবাই মিলে তাদের ধর্ষন শেষে আগুনে পুড়িয়ে মারছে।এ ব্যাপারে বিশ্ব নেতারা চুপ কেন জবাব দিবেন কি?
আমাদের দেশের বৌদ্ধ ভাইয়েরাও প্রতিবাদ করছে না কেন বুঝতে পারছিনা।আমারা তো প্রতিনিয়তই ওদের উপর কিছু হলেই কঠোর প্রতিবাদ করছি।আসুন আমরা সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করি।একে অন্যের জন্য কাঁদি।অন্যের দুঃখে যে চোখে জল আসেনা সে আবার চোখ হয় কি করে।যার হৃদয়ে দয়া আসেনা সে আবার মানুষ বলে দাবী করে কি করে ?