Topic: খুনী একবারই খুন করে, বারবার কষ্ট দেয়না...
খুনী একবারই খুন করে
বারবার কষ্ট দেয়না,
তুমি এ হৃদয় খুন করেছ শতবার
তোমার নিষ্ঠুরতার নেই তুলনা।
আমার-ই রক্তে রাঙানো লাল শাড়ী পরে
বধু সেজে চলে গেছ অন্যের ঘরে,
প্রেমিক না হয়ে কেন তুমি খুনি হলেনা।
কেউ টের পায়নি তুমি যে কি করে
তিলে তিলে আমায় গেছ নিঃস্ব করে,
তোমার রূপের আড়ালে যে ছুরিটা লুকানো
কেউ দেখতে পায়না ।।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505