Topic: খুনী একবারই খুন করে, বারবার কষ্ট দেয়না...

PunBB bbcode test
খুনী একবারই খুন করে
বারবার কষ্ট দেয়না,
তুমি এ হৃদয় খুন করেছ শতবার
তোমার নিষ্ঠুরতার নেই তুলনা।

আমার-ই রক্তে রাঙানো লাল শাড়ী পরে
বধু সেজে চলে গেছ অন্যের ঘরে,
প্রেমিক না হয়ে কেন তুমি খুনি হলেনা।

কেউ টের পায়নি তুমি যে কি করে
তিলে তিলে আমায় গেছ নিঃস্ব করে,
তোমার রূপের আড়ালে যে ছুরিটা লুকানো
কেউ দেখতে পায়না ।।

প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের উপসচিব। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505


Re: খুনী একবারই খুন করে, বারবার কষ্ট দেয়না...

বধু সেজে চলে গেছ অন্যের ঘরে,
প্রেমিক না হয়ে কেন তুমি খুনি হলেনা।

এখানে "প্রেমিক" না "প্রেমিকা" হবে?

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।