Topic: মেঘদুত
মেঘদূত
মোরতাজা আব্দুল হাই শামীম
পরদেশী মেঘ কহিও তাহারে কহিও
হৃদয়ের কথা না বলা ব্যথা বর্ষা হইয়া বহিও।
শত স্বর্ণে বর্ণে খচিত স্বপনো
তাহারে লইয়া দেখিযে এখনো।
হঠাৎ শব্দে স্বপনহারা
জেগে থাকি একা তন্দ্রাহারা।
হৃদয়ের শত আবেগ আসিয়া
জল হয়ে দেয় নয়ন ভাসিয়া।
কহিও আমার ভিতর ও বাহিরো
চাহে যে তাহারে চাহেনা কাহারো ।
আজও মাঝে মাঝে সাজে
তার নূপুরের ধ্বনি রুমা ঝুমা বাজে ।
দূর হতে শুনি তার সুর ও ছন্দ
কাছে গেলে পাই ব্যথা জাগে শুধু দ্বন্দ্ব।
সে যে আধারের আলো হাতে আলেয়া
যত বলি প্রিয়া প্রিয়া দুঃখ তত পায় হিয়া।
কহিও তাহারে কহিও
প্রানাধিক তারে ভালোবাসি আমার এ বার্তা বহিও ।