Topic: হুমায়ূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক থেকে: জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন। গত শুক্রবার অবস্থার অবনতি হলে আকস্মিকভাবে আবারও তাকে অপারেশন করার সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেলভ্যু হাসপাতাল কর্তৃপক্ষ।

http://www.mzamin.com/news_image/11563_f2.jpg


স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন হয়েছে কিনা জানা যায়নি। তবে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র তার অবস্থাকে অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানিয়েছে। গত সপ্তাহে দ্বিতীয় অপারেশনের পর থেকেই প্রচণ্ড ব্যথার কারণে হুমায়ূন আহমেদকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হয়েছে। তবে ওষুধের ঘোর কাটলেই প্রচণ্ড ব্যথায় তিনি কূঁকিয়ে উঠছেন। এ অবস্থায় আবারও মরফিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে তাকে। প্রচণ্ড ব্যথায় কাতর হুমায়ূন আহমেদ সম্প্রতি যন্ত্রণায় ছটফট করতে গিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এর মধ্যে ইনফেকশন এবং একে একে তিনটি অপারেশনে একেবারেই কাহিল হয়ে পড়েছেন তিনি।

সুত্র: মানবজমিন

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।