Topic: বলিউড নায়ক হলেন শাকিব খান!!!
শাকিবের নতুন ছবিতে তাকে দেখা যাবে বলিউডের ছবির নায়কের চরিত্রে। উত্তম আকাশ পরিচালিত ‘ঢাকা টু বোম্বে’ ছবিতে শাকিব খানকে হিন্দি বলতেও দেখা যাবে। আর সে লক্ষ্যেই তিনি এখন হিন্দি চর্চা করছেন নিয়মিত।
শাকিব খান মিডিয়াকে বলেন, “ছবির গল্পটি আমার কাছে ভালো লেগেছে। একটু আলাদা ধরনের। এ ছবিতে আমি প্রথমবারের মতো হিন্দি ভাষায় কথা বলছি। বর্তমানে নিয়মিত হিন্দি ভাষার চর্চা করছি। আশা করছি বেশ ভালো একটি ছবি হবে এটি।”
পরিচালক উত্তম আকাশ ছবির কাহিনী সম্পর্কে বলেন, “ছবির গল্পে দেখা যাবে শাকিব খান ছোটবেলায় ভারতে পাচার হয়ে যায়। তারপর সেখানকার বলিউড ইন্ডাস্ট্রিতে স্পটবয় হিসেবে কাজ শুরু করে। এক সময় বলিউডের এক পরিচালক শাকিবকে দেখে তাদের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয় এবং শাকিবও ছবিতে অভিনয়ে রাজি হয়। এরইমধ্যে শাকিব খানের সঙ্গে পরিচয় হয় নায়িকা সাহারার। সে শাকিবকে বাংলাদেশ সম্পর্কে জানায়। শাকিব খান মাতৃভূমির টানে দেশে ফিরে আসে। এদিকে মুম্বাইতে তার ছবিও হিট হয়। এরপর ঘটতে থাকে নানান ঘটনা।”
ছবিটিতে শাকিব খানের সঙ্গে সাহারা ছাড়াও আরো অভিনয়ে করছেন সুচরিতা, মিশা সওদাগর, কাবিলা প্রমুখ। ২১শে মার্চ ছবিটির শুটিং শুরু হবে বলে পরিচালক উত্তম আকাশ জানিয়েছেন।
সূত্রঃ খবর২৪
প্রথমে ভেবেছিলাম, শাহরুখ-সালমানদের ভাত মারার কাহিনী হবে, এখন দেখি পুরাই ১৮০ ডিগ্রি উল্টা কাহিনী!