Topic: শিক্ষা প্রতিষ্ঠানের সোনামনিদের জন্য ছড়া (অংগিকার)

অংগিকার,
সত্য কথা বলব
সত্য পথে চলব
মিথ্যা কথা বলব না
মন্দ পথে চলব না।
পড়ার জন্য আসব
পড়তে ভালবাসব
স্যারের কথা শুনবো
সুন্দর জীবন গড়ব।
বাসায় ফিরে
সালাম দিব
মুরুব্বিদের
দোয়া নিব।