Topic: এই নিন EMAIL! এই নিন PASSWORD! ঢুকে দেখান আমার FACEBOOK ID তে!
আপনি কি আপনার ফেসবুক আইডি হ্যাক হবার ভয়ে শংকিত?
আর ভয় নাই! এবার সবাইকে বলে দিন আপনার ফেসবুকের ইমেইল আর পাসওয়ার্ড! কেউ ঢুকতে পারবে না আপনার আইডিতে!
কীভাবে?
এইভাবে...
১/ প্রথমে একটা পিসি ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ ইন করুন।এবার এখানে যান। [যদি আগে থেকেই আপনার FACEBOOK MOBILE চালু থাকে, তবে এই স্টেপ আপনার জন্য বাদ।] স্টেপ বাই স্টেপ ফলো করুন। ADD MOBILE NUMBER এ ক্লিক করে আপনার মোবাইল থেকে চিত্রে বর্ণিত উপায়ে এসএমএস পাঠান। ফিরতি এসএমএস এ প্রাপ্ত কোডটি বসিয়ে NEXT চাপুন।
২/ এবার এখানে যান। বাকিটা ছবি দেখলেই বুঝতে পারবেন। কোনটার পর কোনটা ক্লিক করতে হবে, তা ছবিতে নাম্বার দিয়ে দেখানো আছে। আপনার মোবাইলে ৬ ডিজিটের একটা কোড আসবে। সেটা বসিয়ে SUBMIT CODE এ ক্লিক করুন।
এখন থেকে কোন নতুন মোবাইল/কম্পিউটারে আপনার ফেসবুক আইডি লগইন করতে গেলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটা কোড আসবে। সেটা বসালে তবেই আপনি লগইন করতে পারবেন, নইলে নয়! আর সেই মোবাইল/কম্পিউটারটা RECOGNIZED DEVICE হিসেবে সেভ হয়ে থাকবে। অর্থাৎ, পরেরবার আর এরকম কোড দিয়ে লগইন করতে হবে না।
তাহলে আর কিসের ভয়? কেউ আপনার ইমেইল আর পাসওয়ার্ড জানলেও এই কোডটি না জানলে আপনার আইডিতে ঢুকতে পারবে না। আর এই কোডটি বিভিন্ন সময় বিভিন্ন আসে। বিভিন্ন ডিভাইস থেকে বিভিন্ন আসে। এখন শুধু এটুকু নিশ্চিত করুন, আপনার মোবাইল টা যেন বেহাত না হয়। আর মোবাইল হারালেও ভয় নেই। যেকোনো RECOGNIZED DEVICE থেকে আপনি আপনার ফেসবুক আইডি তে ঢুকতে পারবেন। ঢুকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিবেন। আর সাথে নতুন সিম কার্ড তুলে নিবেন CUSTOMER CARE এ গিয়ে! তাহলেই হল।