(edited by sfk505 2012-03-16 17:08:07)

Topic: বাংলাদেশের একটি রণসঙ্গীত (লিরিক)

http://www.sonarbangladesh.com/blog/uploads/sfk505201112311325309870_Protoyee%20Zatra.jpg
[ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী ভারতীয় বাঙালী কবি হাবিলদার কাজী নজরুল ইসলামের ঔপনিবেশিক আমলের আবহে রচিত 'চল চল চল ' গীতিকবিতাটি আমাদের দেশের নির্ধারিত রণসঙ্গীত। কিন্তু সময় ও প্রেক্ষাপট অনেক বদলেছে। পুরনো দিনের এসব গান পেছনে ফেলে আজ নতুন সুরে নতুন গান গাইতে হবে। তবেই মানুষকে উজ্জীবিত করা যাবে স্বদেশ প্রেমের মন্ত্রে...]

সম্মুখে বাধা আছে, পথ বন্ধুর
তবু জানি যেতে হবে বহুদূর...॥

পায়ে ফুটুক যতই কাটা
থামলে চলবেনা এ পথ হাটা
সীমিত সময়,পথ অনেক দূর...॥

চলতে পথে শত কুমন্ত্রণা
হাসিমুখে সয়ে যত যন্ত্রণা
করতে হবে মোকাবিলা শত্রুর॥

সত্যের পথ কুসুমিত নয়
জেনেই বিপ্লবীর চলতে হয়
বিপ্লবী মন পরোয়া করেনা মৃত্যুর॥


[গ্রন্থের নাম-”দহন কালের কাব্য”লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ-আসলাম। প্রকাশক- মিজান পাবলিশার্স ৩৮/৪বাংলাবাজার,ঢাকা-১১০০। ফোন-৯৫১২৯৪৬,৭১১১৪৩৬। মোবাইল- ০১৫৫২৩৯১৩৪১।

কাব্যগ্রন্থটি পড়তে ভিজিট করুনঃ-
http://www.prothom-aloblog.com/blog/sfk808

প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের উপসচিব। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505