Topic: স্বপ্ন ভঙ্গের বেদনা/শফিকুল ইসলাম
আমি তো ক্লান্ত এখন খুঁজে খুঁজে একটি সুখের ঠিকানা
ভালোবাসার ছায়ায় ঢাকা একটু শ্যামল আঙিনা ।।
জানি না কেন যে মানুষ এত কৃপণ
এতটুকু ভালোবাসা দিতে কুন্ঠিত মন-
যেখানে আশার হাত বাড়াই, পাই শুধু বঞ্চনা ।।
মনে ভাবি মানুষের কাছে বুঝি আর
হয় তো এর বেশি কিছু নেই পাওয়ার-
মনের কামনা মনেই থাকে, চোখের জলে খুঁজি সান্ত্বনা ।।
[গ্রন্থের নাম-"মেঘ ভাঙ্গা রোদ্দুর" লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- মাশুক হেলাল। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।]
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505