Topic: বিষাদের গান/শফিকুল ইসলাম
আমি অন্ধকার আকাশের তারা, আঁধারের মাঝে জ্বলি একা একা
আমার গোপন কান্না রাতের গহন আঁধারে থাকে ঢাকা।
নয়নে আমার কত যে আশার ছিল স্বপন
আজ স্বপ্ন আমার ভেঙেছে, ভেঙেছে মন
অশ্রুভেজা আজ এ দুটি আখি কাজল আঁকা।
আলোকের নিচে আঁধারের খবর কেউ রাখে না
কেউ বুঝে না তাই আমার মর্ম বেদনা
আমার মর্মবেদনার সাক্ষী শুধু আমি একা ॥
[গ্রন্থের নাম-"মেঘ ভাঙ্গা রোদ্দুর" লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- মাশুক হেলাল। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।]
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505